Thursday, August 21, 2025

Rabi Shashtri: লিজেন্ড লিগে শাস্ত্রী কমিশনার!

Date:

Share post:

টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন কোচ এবার নতুন দায়িত্বে। আগামী বছরের লিজেন্ড ক্রিকেট লিগের কমিশনার হলেন রবি শাস্ত্রী। সোমবার এই খবর ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে খেলে থাকেন অবসর নেওয়া ক্রিকেট তারকারা। আগামী বছরের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে এই প্রতিযোগিতার আসর বসবে।
এই প্রসঙ্গে শাস্ত্রীর মন্তব্য, ‘‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পেরে দারুণ লাগছে। বিশেষ করে, এই লিগে যখন ক্রিকেটের কিংবদন্তীরা অংশ নিয়ে থাকেন।’’ তিনি আরও বলেন, ‘‘এমন একটা অভিনব উদ্যোগের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। লিজেন্ড লিগের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলেই মনে করি।’’
এদিকে, ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। জোর জল্পনা, তিনি আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির কোচ হতে চলেছেন। এই চর্চায় নাম ভেসে উঠছে সদ্য আইপিএলে যুক্ত হওয়া আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম। শাস্ত্রী নিজে অবশ্য বলছেন, ‘‘যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আইপিএলে কোচিং করাব। কারণ আমি বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এর আগে কখনও আইপিএলে কোচিং করাইনি। তাই এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ হবে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ভূমিকাতে আমাকে দেখা যেতেই পারে।’’
একই সঙ্গে পুরনো পেশা ধারাভাষ্য এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও কাজ করতে পারেন বলে জানিয়েছেন শাস্ত্রী।

আরও পড়ুন- ICC: আইসিসি একাদশে জায়গা হল না কোনও ভারতীয় ক্রিকেটারের

তিনি বলেন, ‘‘ক্রিকেট থেকে অবসরের পর ২৩ বছর এই পেশার সঙ্গে জড়িয়ে ছিলাম। তাই ফের পুরনো পেশাতে ফিরে যেতেও কোনও আপত্তি নেই। সত্যি কথা বলতে কী, ভাষ্যকারের ভূমিকা আনার কাছে দারুণ উপভোগ্য ছিল। আমি নিশ্চিত, আবারও সফল হব।’’

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...