Tuesday, January 13, 2026

Alliance: শরিকি বিদ্রোহ উপেক্ষা করে শিলিগুড়ি সিপিএম জানাল কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট!

Date:

Share post:

এ কোন বামফ্রন্ট? কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে ফ্রন্টে যখন শরিকি বিদ্রোহ, তখন শিলিগুড়ি সিপিএম স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা পুরভোটে কংগ্রেসের সঙ্গেই জোট করে চলবে! ফলে বামফ্রন্টেই প্রশ্ন উঠেছে, জেলায় জেলায় কী আলাদা বামফ্রন্ট?
শিলিগুড়ি পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে বামেরা। আর এবার জোট হবে নাকি লিখিত! শুধু কংগ্রেসই নয়, বিজেপি এবং তৃণমূল বিরোধী অন্যদের সঙ্গে নিয়েই লড়বে বামেরা। জানিয়ে দিয়েছেন সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
অশোকের দাবি, পুরভোটে জয়ের লক্ষ্যেই লড়াইয়ে নামবেন তাঁরা। প্রার্থী তালিকাতেও থাকবে একাধিক নতুন মুখ। অবিজেপি এবং অতৃণমূল বোর্ড গড়তে মরিয়া বাম শিবির। গত বিধানসভা নির্বাচনে হাতের সঙ্গে জোট গড়ে লড়েও খাতা খুলতে পারেনি কোনও পক্ষই। তবু পুরবোর্ড জিততে মরিয়া দুই শিবির। কংগ্রেস নেতা জীবন মজুমদার। তাঁর দাবি, বামেদের সঙ্গে জোট আমাদের ভাঙেনি। পুরভোটে জোট বেধেই লড়ব। তার আগে একাধিক ইস্যুতে বাম এবং কংগ্রেস তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামবে। এ নিয়ে দার্জিলিংয়ে কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারের সঙ্গে সিপিএমের আলোচনা হয়ছে। কংগ্রেসও এবার নতুনদের প্রার্থী করতে জোর দিচ্ছে।
তৃণমূলের জেলা মুখপাত্র বেদব্রত দত্ত জানান, সারা বছরই সাধারণ মানুষের পাশে রয়েছেন তাঁরা। প্রশাসনিক বোর্ডও ভালো কাজ করছে। তাই আলাদা করে ভোট নিয়ে প্রস্তুতির কিছু নেই। এবারে পুরবোর্ড তৃণমূলের দখলে আসবে বলে দাবি তাঁর। ২০০৯ সালে তৃণমূলকে হঠাতে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন জানিয়েছিল বামেরা। যা ‘শিলিগুড়ি মডেল’ হিসেবে রাজ্য রাজনীতিতে বহু চর্চিত। এ বার রাজ্যে যাই হোক না কেন জোট অটুট রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন শিলিগুড়ির বাম ও কংগ্রেস নেতৃত্ব! এটা কোথাকার বামফ্রন্ট?


spot_img

Related articles

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...