Saturday, August 23, 2025

Chandrima Bhattacharya: মানুষের হাতে নগদ টাকা দিন, অর্থমন্ত্রীকে পরামর্শ চন্দ্রিমার

Date:

Share post:

সোমবার অর্থমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে পরিকাঠামো এবং শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। সেই বৈঠকে উপস্থিত হয়ে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার বিষয়ে সওয়াল করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattachariya)।

পরিকাঠামো এবং শিল্পের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত হয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার অর্থনীতিকে সচল করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব পদক্ষেপ নিয়েছেন তা তুলে ধরেন। একইসঙ্গে বলেন, ‘রাজ্যগুলির অবস্থান ভাল হলে তবেই দেশের সার্বিক অবস্থা ভাল হবে, এবং সেটাই কাঙ্ক্ষিত।’ তাঁর আরও দাবি, ‘মানুষের হাতে টাকা পৌঁছনো খুবই জরুরি। না হলে অর্থনীতির চাকা মসৃণভাবে ঘুরতে পারবে না। এখন মানুষের হাতে টাকা পাঠানোর মতো পরিকল্পনা তৈরি করতে হবে কেন্দ্রকে। শুধুমাত্র নির্বাচনী চমক দিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের কথা বললে চলবে না।’

এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্যসাথী’, ‘দুয়ারে রেশন’, ‘কন্যাশ্রী’র মতো বিভিন্ন মানবিক প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে টাকা এবং সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়েছে। রাজ্যের জিডিপি ২০১৫–১৬ অর্থবর্ষের তুলনায় ২০২০–২১ অর্থবর্ষে ১২.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের জিডিপি যেখানে ৭.৩ শতাংশ কমেছে, সেখানে রাজ্যের জিডিপি বৃদ্ধির হয়েছে ১.৬ শতাংশ।

প্রসঙ্গত, আগামী বছরগুলিতে ভারতকে দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতিতে পরিণত হতে সাহায্য করার জন্য রাজ্যগুলির কাছে আবেদন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিনিয়োগের গন্তব্যস্থল, সহজে ব্যবসার সুযোগ ও বিদ্যুৎ-ব্যবস্থার সংস্কারের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন- বিরাটের রেস্তোরাঁয় ব্রাত্য সমকামীরা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...