Monday, November 10, 2025

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কোনওরকম অনিয়ম রুখতে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যার আদতে বাড়ি প্রয়োজন সে যেন কোনওভাবেই বঞ্চিত না হয়। বাংলার বাড়ি(Banglar Bari) প্রকল্পে যেন কোনওরকম দুর্নীতি না হয়। প্রকৃত মানুষই যেন এই প্রকল্পের সুবিধা পান। এই বিষয়টি নিশ্চিত করতে হবে। সদ্য দায়িত্ব নেওয়া পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়(Pulak Roy) ও দফতরের আধিকারিকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

হাওড়ার প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই পঞ্চায়েত দফতরের অতিরিক্ত সচিব মুখ্যমন্ত্রীকে জানান, এই প্রকল্পে প্রথম পর্যায়ে ৫১ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৫৪ লক্ষ বাড়ি তৈরি হবে। এই কথা শুনেই মুখ্যমন্ত্রী বলেন, এই কাজ আগে শেষ করতে হবে। তারপর পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে। আগে ওই পর্যায়ের ৫৪ লক্ষ বাড়ি তৈরি করে মানুষকে দেওয়া হোক। তারপর নতুন নাম নেওয়া হবে।

আরও পড়ুন:Chief Minister: কাশফুল নিয়ে অভিনব ভাবনা মুখ্যমন্ত্রীর, হাওড়ায় দেখালেন শিল্পে নয়া দিশা

পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে যেন কোনওরকম দুর্নীতি না হয় সেই ব্যাপারে সবসময় কড়া নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যাঁদের বাড়ি নেই তাঁরাই যেন এই প্রকল্পে বাড়ি পান। অন্য কেউ যেন না পায় সেটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে কেউ যেন কোনও টাকা না নিতে পারে সেটা দেখতে হবে। সরাসরি এই বাড়ি তৈরির কাজ করার জন্য পঞ্চায়েত দফতরের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে পুলক রায়কে বলেন, তুমি এই দফতরের নতুন দারিত্ব নিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ দফতরের তুমি দায়িত্বে আছ। তার সঙ্গে দলের সাংগঠনিক কাজও তোমায় দেখাশোনা করতে হবে। তাই এই প্রকল্পের কাজের ব্যাপারে সবসময় নজর রাখবে। দফতরের আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে কথা বলে সবসময় এই প্রকল্পের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নেবে। প্রকৃত ব্যক্তিই যেন এই প্রকল্পের সুবিধা পান সেটা সবসময় মনে রাখতে হবে।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...