Monday, May 5, 2025

Farmer Agitation: আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা, রবি-বৈঠকে বসছে ৪২ কৃষক সংগঠন

Date:

Share post:

কথায় চিঁড়ে ভিজবে না। আগে কৃষি আইন প্রত্যাহারের সিলমোহর পড়ুক সংসদে তবেই তোলা হবে আন্দোলন স্পষ্ট জানিয়ে দিলেন সীমানায় বসা আন্দোলনকারীরা। আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে রবিবার বৈঠকে বসছে ৪২টি কৃষক (Farmer) সংগঠন। শনিবার, সিঙ্ঘু সীমানায় বৈঠকে ৯ সদস্যের কোর কমিটির ৩ ঘণ্টার বৈঠকের পর আন্দোলনে অনড় সংযুক্ত কিসান মোর্চা। সরকারের বিরুদ্ধে আগের ঘোষিত আন্দোলন কর্মসূচিতে অনড় কৃষকরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সংযুক্ত কিষান মোর্চা কৃষকদের ২২ নভেম্বর লখনউ কিষাণ মহাপঞ্চায়েতে সকলকে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছে। মোর্চা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকদের ২৬ নভেম্বর বিভিন্ন ধর্নাস্থলে পৌঁছানোর জন্য আবেদন করেছে। সেদিন, দিল্লির (Delhi) সীমানা বরাবর একটানা শান্তিপূর্ণ বিক্ষোভের এক পূর্ণ বছর পূর্ণ হবে। দিল্লি থেকে দূরে বিভিন্ন রাজ্যে, ২৬ নভেম্বর প্রথম বার্ষিকীতে অন্যান্য বিক্ষোভের সাথে রাজধানীতে ট্রাক্টর এবং গরুর গাড়ির ব়্যালি বের করা হবে। ২৮ নভেম্বর ১০০টিরও বেশি সংগঠনের সঙ্গে সম্মিলিত কৃষক শ্রমিক মোর্চার ব্যানারে মুম্বইয়ের (Mumbai) আজাদ ময়দানে একটি বিশাল মহারাষ্ট্র-কেন্দ্রিক কিষান-মজদুর মহা-পঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে, প্রতিদিন ৫০০ জন বিক্ষোভকারী ট্রাক্টর-ট্রলিতে মিছিল করে সংসদে যাবেন।

এদিনের বৈঠকে মূলত ৪টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কৃষক সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়েছে কৃষি আইন বাতিলের সাংবিধানিক প্রক্রিয়া কবে শুরু হবে? ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা কবে মিলবে? আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিয়ে কী সিদ্ধান্ত? আন্দোলনে মৃত কৃষক পরিবারকে আর্থিক সাহায্যের কী হবে? এনিয়ে সরকারের কাছে স্পষ্ট জবাব চায় কৃষক সংগঠন।

কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হঠল মোদি সরকার। ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর পড়ুক সংসদে।

আরও পড়ুন- Agartala: ফিরহাদ-বাবুল-কুণালের সভামঞ্চ ভাঙল বিজেপি, আক্রান্ত প্রার্থী, নীরব দর্শক পুলিশ

 

spot_img

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...