Saturday, August 23, 2025

Jalpaiguri:শিং উঁচিয়ে তেড়ে এল ষাঁড়, জখম ৯

Date:

Share post:

‘রানিং অফ দ্য বুলস’-এর কথা শোনা আছে? স্পেনে এটি একটি খেলা। ষাঁড়ের শিং-এর গুঁতো থেকে বাঁচতে প্রাণ হাতে করে পড়ি কি মরি করে ছোটেন প্রতিযোগিরা। এই দৃশ্যের সাক্ষীর থাকল জলপাইগুড়ি শহরেরর স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, ষাঁড়ের তাণ্ডবে আহত হন ৯ থেকে ১০ জন একালাবাসী। মাত্র একটা ষাঁড়ের তাণ্ডবে  আহত হন ৯ থেকে ১০ জন এলাকাবাসী। অবশেষে জলপাইগুড়ি পুরসভার গাড়িতে ষাঁড়টিকে গোশালাতে পাঠানো হয়।

আরও পড়ুন:Falakata: ব্লেড চালিয়ে কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা!

রবিবার রাতে চেনা জলপাইগুড়ি শহর আচমকা ষাঁড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে যায়। পর্দায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা ’সিনেমায় তিন বন্ধুর দৌঁড় দেখে যতই ভালো লাগুক না কেন , বাস্তবে যে ব্যাপারটা ‘ভালো লাগার ’ মতো নয় , তা হাড়ে হাড়ে টের পেয়েছেন জলপাইগুড়ি শহরের স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আচমকাই একের পর এক মানুষের দিকে ধেয়ে যায় ষাঁড়টি। স্থানীয়রা ষাঁড়টিকে বাগে আনতে না পেরে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ এবং পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থলে আসেন পুর কর্তৃপক্ষ,স্থানীয় পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন পরিবেশপ্রেমীরাও। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ষাঁড়টিকে জালবন্দি করা হয়। এরপর ক্রেনের সাহায্যে পুরসভার গাড়িতে সেটিকে গোশালায় পাঠানো হয়। পরিবেশ প্রেমী স্বরুপ মন্ডল বলেন,’আমরা সকলের সাহায্যে ষাঁড়টিকে উদ্ধার করে গোশালাতে পাঠাতে পেরেছি। সেখানেও ষাঁড়টির চিকিৎসা করা হবে।’

ষাঁড়টি কেন এমন করছিল, তা জানতে গোশালায় ছুটে আসেন জলপাইগুড়ি পশু হাসপাতালের ফার্মাসিস্ট।  তিনি জানান ষাঁড়টি  ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। তবে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটি জলাতঙ্ক রোগে আক্রান্ত। তবে এব্যাপারে তারা নিশ্চিত নন বলেই পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।


spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...