Friday, January 30, 2026

বিকল্প জোটে মমতার পাশে অখিলেশ? কংগ্রেসকে ‘শূন্য’ বলে কটাক্ষ

Date:

Share post:

জাতীয় রাজনীতির মঞ্চে কংগ্রেসকে দূরে সরিয়ে বিকল্প জোটের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। আর এই জোটে যোগ দিতে পারে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি(Samajwadi Party)। কংগ্রেসকে(Congress) তোপ দাগার পাশাপাশি তেমনই সম্ভাবনার কথা শুনিয়ে দিলেন সপা প্রধান আখিলেশ যাদব(AkhileshYadav)। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। সেই উপলক্ষে অখিলেশ জানালেন, “এরাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি সাফ হয়ে যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে, যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাফ হয়ে গিয়েছে।”

সম্প্রতি বুন্দেলখন্ডে ঝাঁসিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অখিলেশ যাদব বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই যেভাবে তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের মানুষও একইভাবে বিজেপিকে ধুলোয় মিশিয়ে দেবে।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প জোটের প্রশ্নে আখিলেশ বলেন, “যখন সময় আসবে তখন আমরা অবশ্যই এ বিষয়ে কথা বলব।” তবে মমতার সুরে কংগ্রেসকে তোপ দাগতে ছাড়েননি অখিলেশ যাদব। তিনি বলেন, “মানুষ আর কংগ্রেসকে ভোট দেবে না। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেস শূন্য আসন পাবে।” অবশ্য কংগ্রেসের বিরুদ্ধে অখিলেশের তোপ এই প্রথমবার নয়, এর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল, “উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে খারিজ করেছে। ২০১৭ সালের নির্বাচনে আমরা কংগ্রেসের সঙ্গে ছিলাম তবে কংগ্রেসের সঙ্গে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।”

আরও পড়ুন:TMC Meeting: পুরভোটের প্রার্থীদের নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক

অবশ্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকল্প জোটের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও, কংগ্রেস বিরোধিতায় মমতার মতই একই সুর শোনা গিয়েছে অখিলেশের গলায়। পাশাপাশি বঙ্গ নির্বাচনে যেভাবে বিজেপিকে তৃণমূল ধুলিস্যাৎ করে দিয়েছে তা আগামী লোকসভা নির্বাচনে নতুন আশার সঞ্চার করেছে বিরোধীদের কাছে। এই পরিস্থিতিতে অখিলেশ বিকল্প জোটের প্রশ্নে সরাসরি মুখ না খুললেও তার বক্তব্যে এটা কার্যত স্পষ্ট কংগ্রেসকে বাইরে রেখে বিরোধী জোট তৈরি হলে তাতে অংশগ্রহণ করতে কোনও আপত্তি নেই অখিলেশ যাদবের।

 

spot_img

Related articles

ফের অতিরিক্ত কাজের চাপে BLO-র আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে

রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই ফের এক বিএলও-র (BLO) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরবঙ্গের শিলিগুড়িতে (SILIGURI) ভোটার তালিকা...

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...