ভারত-নিউজিল্যান্ড (India-New Zealand) তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ১৪০। ৪০০ রানে এগিয়ে বিরাট কোহলির ( Virat kohli) দল। রবিবার ম্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বড় রান তুললেন বিরাট কোহলিরা। ২৭৬ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারতীয় দল। এরপর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে কামাল করলেন রবিচন্দ্রন অশ্বিন। যার ফলে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪০। ভারতের জয়ের জন্য দরকার আর মাত্র ৫ উইকেট।

ম্যাচের তৃতীয় দিনের শুরু থেকে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে ১৫০ রানের পর দ্বিতীয় ইনিংসেও কামাল দেখান মায়াঙ্ক। ৬২ রান করেন তিনি। ৪৭ রান করেন চেতেশ্বর পুজারা। ৪৭ রান করেন শুভমন গিল। ৩৬ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। শেষ দিকে অক্ষর প্যাটেল মাত্র ২৬ বলে ৪১ রান করেন। ৭ উইকেটে ২৭৬ রানে ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি। কিউয়িদের হয়ে ৪ উইকেট নেন আজাজ প্যাটেল। ৩ উইকেট নেন রচিন রবীন্দ্র।
৫৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। শুরুতে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। প্রথম তিনটি উইকেট নেন অশ্বিন। ৬০ রান করেন মিচেল। মিচেলকে আউট করেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন:Pv Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে হার পিভি সিন্ধুর
