Monday, May 12, 2025

Chief Minister: চিপ কথা বলবেন না: প্রশাসনিক বৈঠক থেকে বিধায়ককে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসনিক সভায় বেফাঁস কথা বলে মুখ্যমন্ত্রীর কড়া ধমক খেলেন বিধায়ক আবদুল করিম চৌধুরী (MLA Abdul Karim Chowdhury)। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে ইসলামপুরকে পৃথক করার দাবি জানান আবদুল করিম চৌধুরী। এমন প্রস্তাব শুনেই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া ধমক দেন বিধায়ককে। বলেন, “এরকম চিপ কথা বলবেন না। তাহলে আর কোনও বিধায়ককে বলতে দেব না।”

মমতা বলেন, “এরকম দাবি মিটিংয়ে (Meeting) করা উচিত নয়। এরকম হয় না। এসব চিপ কথাবার্তা বলবেন না।” এরপর তিনি বিষয়টি বুঝিয়ে দেন। বলেন, উত্তর দিনাজপুর একটা ছোট জেলা। তাতে আবার দুটো মহকুমা আছে। ইসলামপুর একটি মহকুমা। পুলিশ জেলা আছে ইসলামপুরে। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পৃথক জেলা হলে অফিসার কোথা থেকে পাবেন? অফিসার পেলে তবে তো হবে।”

মুখ্যমন্ত্রী জানান, একটা জেলা করতে অনেক পরিকাঠামোর পরিবর্তন প্রয়োজন। তাছাড়া রায়গঞ্জ থেকে ইসলামপুরের দূরত্ব খুব বেশি নয়। সুন্দরবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “দেখেছেন, সুন্দরবন আর মুর্শিদাবাদ কত বড় জেলা? ভোটে জিতে গিয়েছেন। এখন ভাল করে মানুষের জন্য কাজ করুন। ওসব এখন হবে না।”

এরপর, বিধায়কদের উদ্দেশ্যে কড়া সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “যদি মনে করেন, নিজেদের মতো চিপ কথা বলবেন, তাহলে বিধায়কদের আমি কথা বলার অনুমতি দেব না। ওইটুকু জেলা। এবার বলবে আমার ঘরের মধ্যে জেলা করে দিন।” আবদুল করিম চৌধুরীর এই ধরনের আবদারে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ তা স্পষ্ট বিধায়ককে বুঝিয়ে দেন তিনি।

আরও পড়ুন- Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...