জল্পনাই সত্যি হল। ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো(SergioAguero)। হৃদযন্ত্রে সমস্যার কারণে ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হলেন বার্সেলোর( Barcelona) এই ফুটবলার। বুধবার ন্যু ক্যাম্প এক সাংবাদিক বৈঠকে চোখের জলে এমনটাই জানালেন আগুয়েরো।

এদিন সাংবাদিক সম্মেলনে আগুয়েরো বলেন,”এই বৈঠকটি ডাকা হয়েছে এটি জানানোর জন্য যে, আমি সিদ্ধান্ত নিয়েছি ফুটবল খেলা বন্ধ করার। এটি খুবই কঠিন মুহুর্ত। যে সিদ্ধান্ত আমি নিয়েছি, তা আমার স্বাস্থ্যের জন্য, আর সেটিই মূল কারণ। কারণ দেড় মাস আগে আমি সমস্যায় পড়েছিলাম। আমি ভালো চিকিৎসক ও মেডিকাল স্টাফদের হাতে রয়েছি, যারা নিজেদের সেরাটা দিয়েছে এবং আমাকে বলেছে যে খেলা বন্ধ করাটাই সব থেকে ভালো কাজ হবে আমার শরীরের জন্য। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বার্সিলোনার কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন তার প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ারর্দিওয়ালা।

আরও পড়ুন:Virat Kohli: নির্বাচকদের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরাট, অধিনায়কত্ব যাচ্ছে আগে জানায়নি বোর্ড!
