Pegasus: শীর্ষ আদালত তদন্ত কমিটি গঠন করেছে, রাজ্যকে আলাদা তদন্ত না করার নির্দেশ

সম্প্রতি পেগাসাস ইস্যুতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছিল গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা

পেগাসাস(Pegasus) কাণ্ডে শীর্ষ আদালত ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে। ফলস্বরূপ রাজ্য সরকারকে এ বিষয়ে আলাদা করে তদন্ত করার ক্ষেত্রে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত পেগাসাস কাণ্ডে কোনও তদন্ত করতে পারবে না রাজ্য তদন্ত কমিশন(state investigation committee)।

সম্প্রতি পেগাসাস ইস্যুতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছিল গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। তারই শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবী হরিশ সালভে জানান, পেগাসাসকাণ্ডে সুপ্রিম কোর্ট কমিশন গঠন করলেও তদন্ত চালিয়ে যাচ্ছে লকুর কমিশন। গত জুলাইয়ে যে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তদন্ত কমিশনে আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্য। সেইসময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে ‘মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং’ নিয়ে তদন্ত করবে কমিশন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এই তদন্ত কমিশন বন্ধ করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে এই মামলার সবপক্ষকে নোটিশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

Previous articleJapan Fire:জাপানের ওসাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ২৭
Next articleবিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ, বোর্ডকে এমন পরিস্থিতি এড়ানো পরামর্শ গাভাসকরের