Monday, January 12, 2026

Kolkata: আজ পুরভোট, ১৩৫ টপকানোই টার্গেট তৃণমূলের

Date:

Share post:

আজ কলকাতা পুরসভার ১৪৪ টি আসনে ভোট। শাসকদল তৃণমূল ছাড়াও লড়ছে বাম-কংগ্রেস ও বিজেপি (Left-Congress-Bjp)। তবে, লড়াইয়ের ময়দানে সেভাবে বিরোধীদের দেখা যায়নি। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে কলকাতা ভোটের প্রচারে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে প্রচারে এতটুকু খামতি রাখেনি শাসকদল। জয় সুনিশ্চিত ধরে নিয়েই এখন তৃণমূলের টার্গেট কত বেশি আসনে জয়লাভ করা যায়।

শুক্রবার, শেষবেলার প্রচারে দক্ষিণ কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বলেন, “কলকাতার ১৪৪ টি আসনের মধ্যে ১৩৫টিই পাবে তৃণমূল। মিলিয়ে নেবেন।” এই বার্তায় অনুপ্রাণিত নেতা-কর্মী-প্রার্থী-সমর্থকরা। এবার তাঁদের সামনে চ্যালেঞ্জ ১৩৫ আগে পেরিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যেই আজ ঝাঁপাবেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধমক-চমক দিয়ে, বিরোধীদের ভোটে বাধা দিয়ে নির্বাচন করানো যাবে না। যাঁদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, দল বদনাম হবে তাদের বহিষ্কার করা হবে। সুতরাং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করানোর লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের।

২০১৫-র কলকাতা পুরভোটের ফল

মোট আসন – ১৪৪

তৃণমূল – ১১৩

বাম –  ১৬

বিজেপি – ৭

কংগ্রেস – ৫

অন্যান্য – ৩

তবে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে তৃণমূল এবার ১৩৫-র গণ্ডি পেরিয়ৈ যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তার মূল কারণ এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে ছমাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পালনে উদ্যোগী হয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাড়াও জনকল্যাণমূলক কাজে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই পালন করছেন তিনি। এই পরিস্থিতিতে এবার পুরভোটে তৃণমূলের তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তাতে নিকাশি, পানীয় জল এইসব-সহ মূল ১০টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকলে আরও উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূল পালন করবে বলে মনে করছেন অনেকেই। ফলে, বিশেষজ্ঞ মহলের মধ্যে আগের বারের তুলনায় এবার কলকাতায় মার্জিন বাড়াতে পারবে তৃণমূল। এই অবস্থাতে অভিষেকের বেঁধে দেওয়া টার্গেট থেকে আরও বেশি আসন বাড়ানোই লক্ষ্য শাসকদলের কর্মী-সমর্থকদের।

আরও পড়ুন- KMC Election: মনোনয়ন থেকে প্রচার পর্বে নেই কোনও অশান্তি, তবুও সতর্ক কমিশন-প্রশাসন

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...