Monday, November 10, 2025

Kolkata: আজ পুরভোট, ১৩৫ টপকানোই টার্গেট তৃণমূলের

Date:

Share post:

আজ কলকাতা পুরসভার ১৪৪ টি আসনে ভোট। শাসকদল তৃণমূল ছাড়াও লড়ছে বাম-কংগ্রেস ও বিজেপি (Left-Congress-Bjp)। তবে, লড়াইয়ের ময়দানে সেভাবে বিরোধীদের দেখা যায়নি। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে কলকাতা ভোটের প্রচারে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে প্রচারে এতটুকু খামতি রাখেনি শাসকদল। জয় সুনিশ্চিত ধরে নিয়েই এখন তৃণমূলের টার্গেট কত বেশি আসনে জয়লাভ করা যায়।

শুক্রবার, শেষবেলার প্রচারে দক্ষিণ কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বলেন, “কলকাতার ১৪৪ টি আসনের মধ্যে ১৩৫টিই পাবে তৃণমূল। মিলিয়ে নেবেন।” এই বার্তায় অনুপ্রাণিত নেতা-কর্মী-প্রার্থী-সমর্থকরা। এবার তাঁদের সামনে চ্যালেঞ্জ ১৩৫ আগে পেরিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যেই আজ ঝাঁপাবেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধমক-চমক দিয়ে, বিরোধীদের ভোটে বাধা দিয়ে নির্বাচন করানো যাবে না। যাঁদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, দল বদনাম হবে তাদের বহিষ্কার করা হবে। সুতরাং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করানোর লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের।

২০১৫-র কলকাতা পুরভোটের ফল

মোট আসন – ১৪৪

তৃণমূল – ১১৩

বাম –  ১৬

বিজেপি – ৭

কংগ্রেস – ৫

অন্যান্য – ৩

তবে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে তৃণমূল এবার ১৩৫-র গণ্ডি পেরিয়ৈ যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তার মূল কারণ এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে ছমাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পালনে উদ্যোগী হয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাড়াও জনকল্যাণমূলক কাজে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই পালন করছেন তিনি। এই পরিস্থিতিতে এবার পুরভোটে তৃণমূলের তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তাতে নিকাশি, পানীয় জল এইসব-সহ মূল ১০টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকলে আরও উন্নত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূল পালন করবে বলে মনে করছেন অনেকেই। ফলে, বিশেষজ্ঞ মহলের মধ্যে আগের বারের তুলনায় এবার কলকাতায় মার্জিন বাড়াতে পারবে তৃণমূল। এই অবস্থাতে অভিষেকের বেঁধে দেওয়া টার্গেট থেকে আরও বেশি আসন বাড়ানোই লক্ষ্য শাসকদলের কর্মী-সমর্থকদের।

আরও পড়ুন- KMC Election: মনোনয়ন থেকে প্রচার পর্বে নেই কোনও অশান্তি, তবুও সতর্ক কমিশন-প্রশাসন

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...