Sunday, August 24, 2025

ACTOR DEV : বড়দিনের আনন্দে ছোটদের ‘টনিক’ দিলেন দেব

Date:

Share post:

রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে শহর কলকাতা। তার ঠিক আগের দিন শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ধুমধাম করে পালন হলো অভিনেতা-সাংসদ দেবের জন্মদিন। এদিন দেবের নতুন ছবি টনিকের রিলিজ উপলক্ষে ছোটরা ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এরই পাশাপাশি প্রেস ক্লাবের ‘গ্রাম কৃষ্টি উৎসব’-এর সূচনা করেন অভিনেতা।
যদিও আগামীকাল ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। তার আগের দিনই প্রেসক্লাবে শিশুদের উপস্থিতিতে কেক কেটে পালন করা হলো অভিনেতার জন্মদিন। আপ্লুত অভিনেতা জানালেন, প্রেসক্লাবের এই ভালবাসা তিনি মনে রাখবেন।
এ’বছর আবার কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রাম কৃষ্টি উৎসব আয়োজিত হচ্ছে । কোভিডের যাবতীয় সুরক্ষাকে মাথায় রেখে, গ্রামের পারম্পরিক কারিগরদের কাজ, তাদের কৃষ্টি যাতে এ শহর আবার এক টুকরো গ্রামের আদলে ফিরে পান, তার ব্যবস্থা করেছে কলকাতা প্রেস ক্লাব। পাশাপাশি বিধ্বস্ত প্রান্তিক জনেদের পাশে দাঁড়াতেও এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
প্রাঙ্গণে থাকছে পটচিত্র থেকে মাদুরের কাজ, ছৌ মুখোশ, টেরাকোটার কাজ থেকে পুতুল, বাঁশি, আবার মিনাকারি গহনা থেকে কাঠের কাজ, গামছার পোশাক সহ নানান হস্তশিল্পের সামগ্রী!প্রতিদিন দু’টি করে লোকশিল্পীর দল মাঠে পরিবেশন করবেন বাউল, ভাওয়াইয়া, কবিগান, ছো নৃত্য, ফকিরি, খোলবাদ্য সহ নানান আকর্ষণীয় অনুষ্ঠান।
পাশাপাশি জৈব খাদ্য থেকে হোমের আবাসিকদের হাতে তৈরি করা জিনিস, পিঠে পুলি, মোয়া, সবই বিনিময় করার সুযোগ থাকছে এই এক টুকরো গ্রামের সৌজন্যে। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর, দুপুর ২ টো থেকে রাত ৮টা অবধি গ্রামীণ কারিগর ও লোকশিল্পীরা প্রেস ক্লাব প্রাঙ্গণে আপনাদের অপেক্ষায় থাকবেন।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...