Wednesday, November 12, 2025

BJP: গৃহযুদ্ধ-বিদ্রোহের আগুনের মাঝেই আজ বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক

Date:

Share post:

রাজ্যজুড়ে একের পর এক নির্বাচনে ভরাডুবি। সাংগঠনিক দুর্বলতা, অন্তর্ঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি গঠনের পর উত্তাল গেরুয়া শিবিরের অন্তর্কলহ। একের পর এক নেতা বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্জন। প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ। মারপিট। দলবদল। এইসবের মাঝেই আজ, সোমবার ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠক বসতে চলেছে রাজ্য বিজেপির (BJP)। সুকান্ত মজুমদার (Sukanta Majumder) নতুন রাজ্য সভাপতি মনোনীত হওয়ার পর এই প্রথম এতবড় বৈঠক বিজেপির। যেখানে দলের নতুন পদাধিকারী থেকে শুরু করে বিভিন্ন জেলার সভাপতি, ইনচার্জ, পর্যবেক্ষক, কনভেনর, জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদেরা যোগ দেবেন এই বৈঠকে। আর এই বৈঠককে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তাল হতে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:CPIM: বিকল্প মুখ নেই, শিলিগুড়ি পুরভোটে অশোককেই দায়িত্ব নেওয়ার আর্জি বুদ্ধর

বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আদি-নব্য ফের প্রকাশ্যে চলে এসেছে। একাধিক গোষ্ঠীর নেতাদের মধ্যে সংঘাত চরমে। নতুন রাজ্য ও জেলা কমিটি নিয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) শিবিরের সঙ্গে শুভেন্দু-সুকান্ত শিবিরের দ্বন্দ্ব তুঙ্গে। এদিন বৈঠকে সেই আঁচও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সামনেই রাজ্যের ১১১টি পুরসভার ভোট। তার আগে বিজেপির গৃহযুদ্ধ ও বিদ্রোহের আগুন ব্যাপক আকারে ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য এই দিনের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ (BL Santosh)। সব মিলিয়ে নির্বাচনে ভরাডুবির মাঝে নতুন রাজ্য ও জেলা কমিটি গঠন নিয়েও যে অসন্তোষ তৈরি হয়েছে তাব বিজেপি নেতৃত্ব কতটা সামাল দিতে পারে সেটাই দেখার।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...