Tuesday, August 26, 2025

কেন্দ্র অ্যাকাউন্ট বন্ধ করেনি, বিদেশি লেনদেন বন্ধ রেখেছে মাদার হাউস

Date:

Share post:

মাদার টেরিজা প্রতিষ্ঠিত ‘মিশনারিজ অব চ্যারিটি’র(missionarys of charity) ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় দিনভর চাপানউতোরের পর অবশেষে মুখ খুলল মাদার হাউস। সংস্থার তরফে জানানো হয়েছে কেন্দ্রের তরফেই স্বেচ্ছাসেবী সংস্থার কোনও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি বরং সংস্থা নিজেই সব শাখাতেই বিদেশি মুদ্রা সংক্রান্ত লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এটাও ঠিক বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত যে কেন্দ্রীয়(Central) ছাড়পত্র প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক(home ministry)। গত ২৫ ডিসেম্বর সেই ছাড়পত্রের পুনর্নবিকরণ স্থগিত রেখেছে সরকার। যার জেরে আপাতত বিদেশি মুদ্রা লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

সোমবার জানাযায় মিশনারিজ অব চ্যারিটি সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। জানান, এই সিদ্ধান্তের জেরে সংস্থার কর্মীরা সমস্যার মধ্যে পড়েছেন। বহু রোগী খাবার ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না। বিতর্ক তুমুল আকার ধারণ করতেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টই সরকারের তরফে বন্ধ করা হয়নি। বরং, ‘মিশনারিজ অব চ্যারিটি’ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানায়। তবে সাহায্য হিসেবে বিদেশি মুদ্রা নেওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় অনুমোদন দেওয়া হয়নি ‘মিশনারিজ অব চ্যারিটি’কে। সেটা কিছু শর্ত পূরণ না হওয়ার জন্য। দিনভর দাবি পাল্টা দাবির পর অবশেষে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মাদার হাউস কতৃপক্ষ।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...