Supreme Court: ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির জের, এবার সুপ্রিম কোর্টেও ভার্চুয়াল শুনানি

করোনার নতুন স্ট্রেন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জের! এবার সুপ্রিম কোর্টেও ভার্চুয়াল শুনানি। আগামীকাল থেকেই সর্বোচ্চ আদালতে সশরীরে শুনানি বন্ধ। ২ সপ্তাহের জন্য ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত। পাশাপাশি ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টও।

করোনার থাবায় ফের বিধিনিষেধ চাপল দেশের বিচার ব্যবস্থায়। দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হতেই ফের ভার্চুয়াল শুনানিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। রবিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, সোমবার থেকে আদালতে সশরীরে কোনও শুনানি হবে না। বদলে শুনানি চলবে ভার্চুয়াল প্রক্রিয়ায়। আপাতত আগামী দু’সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে ৷ উল্লেখ্য, শীতকালীন ছুটির পরেই আগামিকাল সোমবার দেশের শীর্ষ আদালত খুলছে।

ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাই কোর্টও। আদালতের তরফ বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতা হাই কোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া ভার্চুয়াল মোডে হবে।

আরও পড়ুন- মিশন ২০২৩: ত্রিপুরায় দফায় দফায় কর্মসূচি অভিষেকের, কর্মীদের দিলেন লড়াইয়ের মন্ত্র

Previous articleমিশন ২০২৩: ত্রিপুরায় দফায় দফায় কর্মসূচি অভিষেকের, কর্মীদের দিলেন লড়াইয়ের মন্ত্র
Next articleSandesh Jhingan: আবারও বাগানে ফিরতে পারেন সন্দেশ ঝিঙ্গান : সূত্র