উদ্বেগ বাড়িয়ে হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। রকেট গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সাত মাস পর ফের শুক্রবার দেশের সংক্রমণ এক লক্ষের গণ্ডি পার করল। শুধু তাই নয় পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও।
আরও পড়ুন:ফের উত্তপ্ত উপত্যকা, রাতভর গুলির লড়াইয়ে খতম ৩ জইশ জঙ্গি
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।যা বৃহস্পতিবারের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। এর আগে গতবছর জুন মাসে দেশের দৈনিক সংক্রমণ এক লক্ষের গন্ডি পার করেছিল। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩, ৭১,৩৬৩।এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৫২,২৬,৩৮৬। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরলে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। গত একদিনে মোট ৩৬,২৬৫ জন সেখানে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,৪২১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৫,০৯৭), তামিলনাড়ু (৬,৯৮৩) এবং কর্ণাটক (৫,০৩১)।
