১) এগারো ম্যাচেও জয় এল না এসসি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার জামশেদপুর এফসির কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ৮৮ মিনিট পর্যন্ত লড়াই করেও জামশেদপুর এফসি-র কাছে হার লাল-হলুদের।

২) ঠিক হয়ে গেল ২০২২ আইপিএলের নিলামের দিনক্ষন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএলের এই মেগা নিলাম। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
৩) ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৩ রান করল ভারতীয় দল। দুরন্ত ব্যাটিং অধিনায়ক কোহলির। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান প্রোটিয়াদের।

৪) এবার করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। সূত্রের খবর কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এই মুহুর্তে মুম্বইতে রয়েছেন ওয়াশিংটন।

৫) আইপিএলের নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ। স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে চিনা মোবাইল সংস্থা ভিভো। মঙ্গলবার এমনটাই জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

৬) ইতিহাস গড় হল না বাংলাদেশের। বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে এক ইনিংস এবং ১১৭ রানে জিতল কিউয়ারা। এরফলে দুই টেস্ট ম্যাচের সিরিজের ফলাফল ১-১।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
