Saturday, January 10, 2026

বিশ্বরেকর্ড ডায়মন্ড হারবারে; একদিনে এক কেন্দ্রে ৫৩ হাজারের বেশি কোভিড টেস্ট

Date:

Share post:

বিশ্বরেকর্ড রেকর্ড এবং রেকর্ড! রাজ্যে নয়া নজির তৈরি করল ডায়মন্ড হারবারের সংসদীয় এলাকা। একদিনে ৫৩ হাজারের বেশি কোভিড পরীক্ষা হল সাত বিধানসভার সংসদীয় এলাকায়। সৌজন্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু দেশ কেন, দেশ ছাড়িয়ে অন্য দেশেরও কোনও একটি সংসদীয় এলাকায় এক দিনে ৫০ হাজারের বেশি কোভিড টেস্ট নজিরবিহীন ও বিরল।

ডায়মন্ড হারবারে কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন সাংসদ। সংসদীয় এলাকায় একদিনে ৩০ হাজার কোভিড টেস্টের চ্যালেঞ্জ নেওয়ার পর অনেকে তাকিয়ে ছিলেন, কী হয়, কী হয় ভেবে। কিন্তু অভিষেকের নেতৃত্বে ডায়মন্ড হারবার সব রেকর্ড ভেঙে দিল। টার্গেট ৩০ হাজারের গণ্ডি পেরিয়ে প্রায় দ্বিগুনের ঘরে কড়া  নেড়ে ৫৩ হাজার ২০৩ তে গিয়ে শেষ হল বুধবার বিকেলে। দেশের যে কোনও সংসদীয় এলাকায় একদিনে রেকর্ড টেস্ট।

স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিবসে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানানোর কথা ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই টার্গেটে পৌঁছে অভিষেক অবশ্যই খুশি। ডায়মন্ড হারবারের পরিস্থিতি সরেজমিনে দেখতে যাওয়ার আগে বললেন, রাজ্যের যে  কোনও সংসদীয় এলাকায় ৭ দিনের মধ্যে কোভিড পজিটিভের মাত্রা কমিয়ে আনার প্রশ্নে এখন ডায়মন্ড হারবার শীর্ষে। শতাংশের হিসাবে ২.১৬%। আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে ২% শতাংশের নিচে সংক্রমণ নামিয়ে আনা। তারপর লড়াই চলবে। ডায়মন্ড হারবারকে কোভিডমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মানুষের পাশেই থাকাই আমাদের প্রথম লক্ষ্য। লড়াই চলবে।

অভিষেক করে দেখালেন। কেন ডায়মন্ড হারবার রাজ্য তথা দেশের মডেল হয়ে উঠছে, তা বোঝা যাচ্ছে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...