তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অনুপস্থিতিতে না কি কাজ করবেন দলের কার্যনির্বাহী সভাপতি। শীঘ্রই এই পদ তৈরি করতে চলেছে তৃণমূল। এই খবরে যখন সংবাদমাধ্যমে ছেয়ে গিয়েছে। তখন সে দাবি নস্যাৎ করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেল এই গুজবের কথা সম্পূর্ণ খারিজ করে তিনি জানালেন, তৃণমূলের ‘কার্যনির্বাহী সভাপতি পদ’ নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল লেখেন, “তৃণমূলে কোনও ‘কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হচ্ছে না। কোনো কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রকাশিত হচ্ছে, তা ভিত্তিহীন। এর আগে দলের তরফে সুখেন্দু শেখর রায় টুইট করে একথা বলেছেন। আজ আবারও বলা হল। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

.@AITCofficial তে কোনও ‘কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হচ্ছে না। কোনো কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রকাশিত হচ্ছে, তা ভিত্তিহীন।
এর আগে দলের তরফে @Sukhendusekhar টুইট করে একথা বলেছেন। আজ আবারও বলা হল। দলের সভানেত্রী @MamataOfficial এবং সাধারণ সম্পাদক @abhishekaitc— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 15, 2022
উল্লেখ্য, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’ তৃণমূলের সংবিধান রদবদলের কাজ করছে বলে দাবি করেছিল ‘দ্য প্রিন্ট’ সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে দাবি করা হয়, কার্যনির্বাহী সভাপতি পদের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পছন্দ। সংবাদমাধ্যম আরও দাবি করে রাজ্যে তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় আসার পর গোটা দেশের সংগঠন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক পরিকাঠামোর পুনঃবিন্যাস জরুরি হয়ে পড়েছে যার জেরেই নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে এই সংক্রান্ত তথ্য পুরোপুরি ভিত্তিহীন বলে এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
