Sunday, August 24, 2025

‘ফোমো’ ভাইরাস থেকে সাবধান! আসছে ‘টিকিল্যান্ড’

Date:

Share post:

গত দু’বছর ধরে করোনাভাইরাস যেভাবে ব্যাটিং চালাচ্ছে, তেমনই যদি আরও একটি ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে তাহলে ঠিক কেমন হবে বলুন তো? ভয় পেয়ে গেলন? ভয় পাওয়ার কিছু নেই, পরিচালক অভিষেক চৌধুরীর ‘টিকিল্যান্ড’ (Tikiland) ছবির কথা বলছিলাম।

ধরুন আপনি অনেকের মধ্যে রয়েছেন, কিন্তু অন্যরা কী বলছে আপনি কিছু শুনছেন না, কিছু উপলদ্ধি করতেই পারছে না, অথবা কিছু না জানার একটা ভয় আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, এককথায় যাকে বলে ‘ফিয়ার অফ মিসিং আউট’ যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তখন কী করবেন? নেট দুনিয়ায় ‘ফোমো’ (FOMO) শব্দটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যে ভয়গুলির কথা বলা হয়েছে সেগুলিকেই একটা শব্দে ‘ফোমো’ নাম দেওয়া হয়েছে।

হঠাৎ করে এতগুলো ভয়ের কথা কেন বললাম? আসলে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দিন দিন ভার্চুয়াল দুনিয়ায় মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়ছে। এতে তাদের অস্তিত্ব, মানবিকতা সব কিছুই ভুলতে বসেছে। জীবনটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রীক হয়ে পড়েছে। এই ছবির বিষয়বস্তুটিও ঠিক তাই। কিছুটা কল্পবিজ্ঞানের ধাঁচে তৈরি হয়েছে এই সিনেমাটি। মজোপ্লেক্স কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবিটি তৈরি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের উপর সোশ্যাল মিডিয়া ঠিক কীভাবে প্রভাব ফেলতে চলছে সেই চিত্রই এই ছবির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। সেই ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করেই এই ছবির গল্প তৈরি হয়েছে। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আকাংশা মঙ্গলানি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দেবতনু, শুভমিতা মুখোপাধ্যায়, ঋ সেন, তরুণিমা চক্রবর্তী, যুধাজিৎ সরকার ও অন্যান্যরা। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়া মাত্রই নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন-বিজেপি-তৃণমূল: নেতাজির মূর্তিতে মাল্যদান নিয়ে রণক্ষেত্র ভাটপাড়া, চলল আক্রমণ পাল্টা আক্রমণ

এই ছবি নিয়ে পরিচালক অভিষেক জানান, গত ২ বছর ধরে তিনি আর দেবতনু এই প্রোজেক্টটায় কাজ করছেন। প্রথমে কথা ছিল, ‘টিকিল্যান্ড’ (Tikiland) একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি হবে। এরপর এটিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্যই বানানো হয়। এই কাজটা করার পথটা নেহাত সহজ ছিল। একাধিক প্রযোজকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। অনেকেই ছবিটা করতে রাজি হননি। অবশেষে আকাংশা মঙ্গলানি ও তাঁর প্রযোজনা সংস্থা এই কাজটা করতে রাজি হয় বলে জানান পরিচালক।

অভিনেতা দেবতনু জানাচ্ছেন, এই কাজটা তাঁর হৃদয়ের খুব কাছের। আপ্রাণ চেষ্টা করেছেন এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। অভিনয়ের মাধ্যমে দর্শকদের চমকে দিতে চান বলেও জানান তিনি। এখন এই ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন পরিচালক ও কলাকুশলীরা।

 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...