করোনার ( Corona) কারণে এবার স্থগিত করা হল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড ( Santosh Trophy Final Round)। এদিন এমনটাই জানান হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ( AIFF) তরফ থেকে।

এআইএফএফের সাধারণ সচিব কুশল দাস এদিন বলেন,”করোনা পজিটিভ কেস বৃদ্ধির কারণে, এআইএফএফ কেরালা সরকারের সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতার সূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ চলতি সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড আয়োজিত হওয়ার কথা ছিল কেরালার মালাপ্পুরামে। সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে পরিস্থিতির পুনর্বিবেচনা করা হবে এবং তারপরেই পুনর্নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের শেষের দিকে আয়োজিত হবে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড।

যোগ্যতা অর্জন করা ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাঞ্জাব, মেঘালয়, রাজস্থান, বাংলা ও কেরালা। এবং গ্রুপ বি-তে রয়েছে সার্ভিসেস, মনিপুর, কর্নাটক, ওড়িশা ও গুজরাট।

আরও পড়ুন:Yuvraj Singh: পুত্রসন্তানের বাবা হলেন যুবরাজ
