১) ডার্বির মহারণ। শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান। ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। চারে চার করার লক্ষ্য বাগান ব্রিগেডের।

২) নিজে ডার্বির গুরুত্ব বোঝেন। তাই তো ডার্বির গুরুত্ব বোঝাতে দলের বিদেশি ফুটবলারদের পুরোনো ডার্বি ম্যাচের ভিডিও দেখালেন লাল-হলুদ কোচ মারিও রিভেরা।

৩) ডার্বিতে অনিশ্চিত বাগান সুপারস্টার রয় কৃষ্ণা। জানিয়ে দিলেন কোচ জুয়ান ফেরান্দো ৷ তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট এতটাই গুরুতর যে ডার্বির আগে সুস্থ করে তোলার চেষ্টা করলেও আশার কথা শোনাতে পারেননি সবুজ-মেরুন কোচ৷

৪) দু’দফায় হবে রঞ্জি ট্রফি। শুক্রবার জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। খবর শোনার পর থেকে রাজ্য স্তরের ক্রিকেটারেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। করোনার প্রকোপে শেষ বার রঞ্জি ট্রফি বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন বহু ক্রিকেটার।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন
