Sunday, January 11, 2026

পুলিশ কর্তাকে নিয়ে জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে কাউন্সিলর অয়ন

Date:

Share post:

গালভরা নির্বাচনী প্রতিশ্রুতি নয়। যেমন কথা, তেমন কাজ। ভোটে দাঁড়ানোর পর এলাকাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জেতার পর তা অক্ষরে অক্ষরে পালন করার শপথ নিয়ে পথে নামলেন কলকাতা পুরসভার (KMC) ২৮ নম্বর ওয়ার্ডের (Ward 28) তৃণমূল (TMC) কাউন্সিলর অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। অয়নের (Ayon Chakraborty) নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল, ক্যানেল ওয়েস্ট রোড (Canal West Road) জবরদখল মুক্ত করা। এদিন সেই কাজেই হাত লাগালেন তৃণমূল কাউন্সিলর।

শনিবার সকালে ডিসি ইএসডি (DC ESD) প্রিয়ব্রত রায়, ওসি নারকেলডাঙা (OC Narkeldanga) এবং সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক অফিসারকে সঙ্গে নিয়ে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী জবরদখল তোলার অভিযানের ইন্সপেকশনে বেরিয়েছিলেন। নারকেলডাঙা থানার সামনে থেকে খাল বরাবর ক্যানেল ওয়েস্ট রোডের প্রায় ১ কিলোমিটার জুড়ে এই অভিযান হয়।

গোটা রাস্তাজুড়ে সেভাবে কোনও বসতি ঝুপড়ি নেই। তবে বেআইনি পার্কিংয়ের রমরমা। যার মধ্যে বেশিরভাগই অব্যবহৃত ভাঙা গাড়ি বছরের পর বছর রাস্তা দখল করে পড়ে আছে বলে অভিযোগ করেন কাউন্সিলর অয়ন চক্রবর্তী। তাঁর কথায়, “কয়েক হাজার ভাঙাচোরা, অব্যবহৃত
গাড়ি যুগ যুগ ধরে রাস্তা দখল করে পড়ে রয়েছে। এছাড়াও অবৈধ পার্কিংয়ের রমরমা। এই পার্কিংকে কেন্দ্র করে ময়লা আবর্জনার স্তুপ। অপরিষ্কার অস্বাস্থ্যকর হয়ে পড়ে রয়েছে এলাকা। পুরসভার ময়লা তোলার গাড়ি এলেও পার্ক করা গাড়ির জন্য পরিষ্কার করা যাচ্ছে না। ডেঙ্গু, ম্যালেরিয়ার আখড়া। স্থানীয় মানুষের তরফে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে এই বেআইনি পার্কিং-এর বিরুদ্ধে।”

আরও পড়ুন: ফের তুঙ্গে নেতাজি বিতর্ক, কেন্দ্রের প্রস্তাবিত মূর্তিতে তীব্র আপত্তি বসু পরিবারের

এখানেই শেষ নয়। অয়ন জানাচ্ছেন এই এলাকার স্থানীয় মানুষের থেকে তিনি আরও অভিযোগ পেয়েছেন। এই পার্কিংকে কেন্দ্র করে অনেক অবৈধ কাজ চলে। সকাল-সন্ধ্যা মদ, চুল্লুর ঠেক বসে। অথচ এই ক্যানেল ওয়েস্ট রোডই এপিসি রোডের বিকল্প হয়ে উঠতে পারে। যেখানে খুব সহজেই সুষ্ঠুভাবে কলকাতা স্টেশনে পৌঁছে যাবেন মানুষ। এবং সেটা তিনি করেই ছাড়বেন। বেআইনি পার্কিং হটানোর জন্য আগামী সোমবার থেকে এক সপ্তাহব্যাপী মাইকিং করা হবে পুরসভার পক্ষে। এরপরও কাজ না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অয়নের দাবি, বেআইনি পার্কিং সরে গেলে গোটা এলাকা সাজিয়ে তুলবেন। সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এলাকার সৌন্দর্যায়ণ খুব প্রয়োজন। এবং বেআইনি পার্কিং সরানো গেলেই সেটা সম্ভব।

ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানান, “আজ আমরা রাস্তা পরিদর্শন করলাম। কাউন্সিলর অয়ন চক্রবর্তীর সঙ্গে আলোচনার মাধ্যমে খুব দ্রুত বেআইনি পার্কিং সমস্যার সমাধান করা হবে। কারা এখানে গাড়ি ফেলে রাখে, তার খোঁজ নেওয়া হচ্ছে। মৌখিকভাবে প্রথমে বলা হবে গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য। এরপর কাজ না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” একইসঙ্গে ডিসি ইএসডি জানিয়েছেন, এলাকায় যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, কোনও বেআইনি কাজ যাতে না হয়, তার জন্য ২৪ ঘন্টা নারকেলডাঙা থানার পক্ষ থেকে নজরদারি চালানো হয়। এখন থেকে সেই নজরদারি আরও বাড়ানো হবে।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...