এখনও সঙ্কট কাটেনি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। গত শুক্রবার থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। রাখা হয়েছে ভেন্টিলেশনে। বেড়েছে তাঁর শরীরে কোভিডের ( Covid) সংক্রমণও। মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যানে সংক্রমণের তীব্রতা বোঝা গিয়েছে। রবিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

রবিবার হাসপাতালের তরফের থেকে জানান হয়, শনিবার বিকেলে তাঁর মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যান করা হয়েছে। বুকের সিটি স্ক্যানে দেখা গিয়েছে, তাঁর শরীরে কোভিড নিউমোনাইিটিসের লক্ষণ রয়েছে। পাশাপাশি, হৃদযন্ত্রে অবস্থাও ভাল নয়। বিশেষজ্ঞরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।


গত শনিবারই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সুরজিৎ সেনগুপ্তকে। করোনা আক্রান্ত হওয়ার জন্য তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে। ভেন্টিলেশনের সাহায্যে প্রাক্তন এই ফুটবলারের অক্সিজেনের মাত্রা ৯৬ থেকে ১০০ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।


