Monday, November 10, 2025

রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল ধনকড়কে সরানোর দাবি জানালেন সুদীপ

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানো নিয়ে দিল্লির দরবারে সরব হল তৃণমূল। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনকড় সম্পর্কে নালিশ জানালেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। সংসদের যৌথ অধিবেশনে ভাষণ শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে তৃণমূল কংগ্রেসের সাংসদদের মুখোমুখি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সেই সময়েই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ‘ সংসদীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করুন’, সরাসরি রাষ্ট্রপতিকে দাবি জানান সুদীপ।

আরও পড়ুন- Budget session: সংসদ সচল রাখতে বিরোধীদের কাছে সহযোগিতা আর্জি প্রধানমন্ত্রীর
সংসদের দুই কক্ষেই রাজ্যপালের অপসারণের দাবিতে তৃণমূল সরব হবে বলে সিদ্ধান্ত আগেই হয়েছিল। গত বৃহস্পতিবার তৃণমূলের সাংসদদের সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই নেত্রী দলীয় সাংসদদের এ ব্যাপারে সরব হওয়ার পরামর্শ দেন। রাজ্যসভা এবং লোকসভায় সুযোগ পেলেই রাজ্যপালের অপসারণ চাইতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা। দলের রাজ্যসভার সাংসদ শুখেন্দুশেখর রায় ওইদিনই জানিয়েছিলেন, রাজ্যসভায় রাজ্যপালের অপসারণ চেয়ে স্বতন্ত্র প্রস্তাব আনা হবে।সোমবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন।
এদিন রাষ্ট্রপতি উদ্বোধনী ভাষণ দেন। পরে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। এদিন তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুরুতেই বুঝিয়ে দেন, আগামী দিনগুলিতে তাঁরা সংসদের দুই কক্ষেই রাজ্যপালের অপসারণকে কেন্দ্র করে দৃষ্টি আকর্ষণ করবেন।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...