Saturday, August 23, 2025

শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল মারিও রিভেরার দল

Date:

Share post:

এসসি ইস্টবেঙ্গল ২
চেন্নাইয়িন এফসি ২

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র রাখতে সক্ষম হল এসসি ইস্টবেঙ্গল। খেলার ফল ২-২। ড্যারেন ও হামতের গোলে হার বাঁচাল মারিও রিভেরার দল। তবে ড্র করে এক পয়েন্ট পেয়ে শেষ স্থান থেকে উঠে লিগের দশ নম্বরে উঠল লাল-হলুদ। চেন্নাইয়িন এফসি উঠল ছয় নম্বরে।

ডার্বি হার ভুলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে রক্ষণের ভুলে দু’গোল হজম করে বসে লাল-হলুদ। গোটা লিগে লাল-হলুদ রক্ষণকে নির্ভরতা দেওয়া লেফট ব্যাক হীরা মণ্ডলের ভুলে শুরুতেই ০-২ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। দু’টি গোলই হীরার ভুলে।

খেলার ২ মিনিটের মাথায় হীরা আত্মঘাতী গোল করে বসেন। ধাক্কা সামলে ওঠার আগেই ফের হীরার একটি মিস পাস থেকে বল ধরে লাল-হলুদ রক্ষণকে পরাস্ত করে গোল করে যান চেন্নাইয়িনের মণিপুরী উইঙ্গার নানথই মিতাই। শেষ পর্যন্ত চেন্নাইয়িনের অনুকূলে ২-০ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর গোল শোধের চেষ্টায় নতুন উদ্যমে শুরু করে ইস্টবেঙ্গল। ৬১ মিনিটে প্রথম একটি গোল শোধ করে লাল-হলুদ। ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করেন ড্যারেন সিডওয়েল। এদিন দুর্দান্ত ফুটবল খেললেন ডাচ মিডফিল্ডার। চেন্নাইয়িনের গোলকিপার দেবজিত মজুমদারকে কোনও সুযোগই দেননি ড্যারেন। গোল পেয়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয় ইস্টবেঙ্গল। হাই প্রেসিং ফুটবল খেলে মারিও রিভেরার দল। এই সময় কয়েকটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ। চোটের জন্য হীরাকে তুলে নেন রিভেরা। আদিল, পেরোসেভিচ, সৌরভ দাসদের তুলে নামান ফ্রান সোতা, রফিক, হামতে, রাজু গায়কোয়াড়কে। ইনজুরি টাইমের প্রথম মিনিটেই গোল শোধ করে ইস্টবেঙ্গল। আঙ্গুসানার কর্নার থেকে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন হামতে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...