KCR: ‘ভোটের জন্য বাংলায় রবীন্দ্রনাথ সাজেন, দক্ষিণে লুঙ্গি পরেন’‌, মোদিকে কটাক্ষ কেসিআরের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সমালোচনায় তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana CM KCR)। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি বাজেট নিয়েও সমালোচনা করতে ছাড়েননি KCR. পাশাপাশি পাশাপাশি নতুন করে সংবিধান লেখার কথাও বলেছেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, যখন বাংলায় ভোট ছিল উনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখলেন। আবার তামিলনাড়ু গেলে লুঙ্গি পরতে দেখা যায়। পাঞ্জাবের নির্বাচনের আগে পাগড়ি পরতে দেখা যাচ্ছে। মণিপুর, উত্তরাখণ্ডে আবার স্থানীয় টুপি পরেছেন। এসব কী?

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বাজেটেরও (Union Budget 2022) তীব্র সমালোচনা করেছেন তিনি। গোটা বাজেটকেই গোলমাল বাজেট বলেছেন তিনি। তিনি দাবি করেন, এই বাজেট ‘দিশাহীন’। তার মতে, এই বাজেট অনগ্রসর শ্রেণি, কৃষক ও আমজনতাকে পুরোপুরি হতাশ করবে।

তিনি আরও বলেন এখন দেশের প্রয়োজন একটি সংবিধানের। নতুন করে সংবিধান লেখার কথাও বলেছেন তিনি। তিনি আরও বলেছেন সেইমত দ্রুত কাজ শুরু করে দেওয়া জরুরি। তবে খুব তাড়াতাড়ি তাঁকে জাতীয় রাজনীতিতে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- Metro: বাজেটে বঞ্চিত রাজ্যের মেট্রো প্রকল্প, ব্যতিক্রম ইস্ট-ওয়েস্ট মেট্রো

Previous articleধনী ও গরিব: ভারত ভেঙে দু’ভাগ করেছে মোদি সরকার, সংসদে সরব রাহুল
Next articleশেষ মুহূর্তের গোলে হার বাঁচাল মারিও রিভেরার দল