Friday, August 22, 2025

Under-19 WorldCup : অস্ট্রেলিয়াকে দুরমুশ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

Date:

Share post:

অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এই নিয়ে টানা চতুর্থবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের তরুণরা।

দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান জড়ো করে ভারত। অধিনায়ক যশ ধুল করেন দুরন্ত শতরান। ১১০ বলের মোকাবেলায় ১০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১১০ রান করেন তিনি।

এছাড়া ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শাইক রশিদ। ১০৮ বলের মোকাবেলায় ৯৪ রান করেন তিনি। হাঁকান ৮টি চার ও ১টি ছক্কা। অজিদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন জ্যাক নিসবেট ও উইলিয়াম সালজমান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ক্যাম্পবেল কেলাওয়ে (৩০) ও করি মিলারের (৩৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ।

তাদের বিদায়ের পর চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। লাচলন শোয়ের ৬৬ বলে ৫১ রানের ইনিংসে জয়ের আশা দেখলেও দলটি শেষপর্যন্ত গুটিয়ে যায় ১৯৪ রানে, ৪১.৫ ওভারে। এতে ভারত পায় ৯৬ রানের বিশাল জয়।

ভিকি ওস্তওয়াল ৪২ রানে ৩টি, রবি কুমার ৩৭ রানে ২টি, নিশান্ত সিন্ধু ২৫ রানে ২টি, অংকৃষ রঘুবংশী ১১ রানে ১টি ও কৌশল তাম্বে ৩২ রানে ১টি উইকেট নেন।

এখনও পর্যন্ত মোট আটবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতীয় দল। তার মধ্যে এখনও পর্যন্ত চারবার খেতাব ঘরে তুলেছে ভারত। রানার্স হয়েছে তিনবার। আর এবারও ইয়াশ ধুলের দল যা খেলছে তাতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এত ধারাবাহিক পারফরম্যান্স কোনও দলের নেই। এই টুর্নামেন্টে ভারতীয় দল বরাবর দাপট নিয়ে খেলে এসেছে।
এবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ভারতীয় দল সমস্যায় ছিল। দলের একের পর এক তারকা ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রতিটা ম্যাচে প্রথম একাদশ সাজাতে গিয়ে হিমশিম খেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবু শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পেয়ে স্বস্তির নিঃশ্বাস দলের অন্দরে।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...