Thursday, May 15, 2025

এবার রাষ্ট্রায়ত্ত IDBI ব্যাঙ্ক বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, দেউলিয়া হল আরও একটি ব্যাঙ্ক

Date:

Share post:

নতুন কিছু গঠন করা নয়, ‘বেচুবাবু’ মোদির সরকার সিদ্ধান্ত নিল দেশের আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিক্রির(government bank)। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এবার আইডিবিআই(IDBI) ব্যাঙ্কের যে শেয়ারগুলি কেন্দ্রীয় সরকারের(central government) কাছে রয়েছে সেগুলি খুব শিগগিরই বিক্রি করা হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রের বিনিয়োগ ও গণ সম্পত্তি মূল্যায়ন বিভাগের সচিব তুহিন কান্ত পাণ্ডে। অন্যদিকে, দেউলিয়া ঘোষিত হওয়ায় মহারাষ্ট্রের ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (Independence Co-operative Bank Ltd) লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক। ডুবল এই ব্যাঙ্কের গ্রাহকদের টাকা।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারী বিক্রির চূড়ান্ত প্রস্তুতি হিসেবে মার্চের শেষে আইডিবিআই ব্যাঙ্কের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) আনা হবে। যার মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলি ব্যাঙ্ক কেনার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে আইডিবিআই ব্যাঙ্কের ৪৫.৪৮ শতাংশ কেন্দ্রের কাছে রয়েছে। ৪৯.২৪ শতাংশ রয়েছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) হাতে। বাকি ৫.২৯ শতাংশ শেয়ার হোল্ডিং নন-প্রোমোটারদের হাতে রয়েছে। এই এলআইসিও বিক্রির পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহেই আসছে এলআইসি আইপিও।

আরও পড়ুন:গণতন্ত্র সূচকে দেশ তলানিতে, নাকচ তৃণমূল সাংসদের প্রশ্ন !

এদিকে আর্থিক সংকটের কারণে দেউলিয়া ঘোষিত হয়েছে মহারাষ্ট্রে নাসিক শহরে অবস্থিত ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। রিজার্ভ ব্যাঙ্কের তরফে নির্দেশে বলা হয়েছে ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি দেখে গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল। সেই সময় নেওয়া এই সিদ্ধান্তের জেরে গ্রাহকরা ৬ মাস পর্যন্ত টাকা তুলতে পারেনি । এরপরও ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের সিদ্ধান্তে জানিয়েছে ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি না থাকায় আগামী দিনে আয় বাড়ার সম্ভাবনাও নেই। এরকম পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...