Thursday, August 21, 2025

“করোনার জন্য গতবছর থেকেই পুজোর আয়োজন কমিয়ে দিয়েছি”

Date:

Share post:

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী :  বাবার গানের স্কুল ছিল ‘সুরমন্দির সঙ্গীত ভবন’ আমার জ্ঞান হওয়ার আগে থেকেই সেখানে বিরাট করে সরস্বতী পুজো হত। বাবার ছাত্রছাত্রীরা আয়োজন করত সবটা । আমার মা রান্না করতেন। হাঁড়ি-হাঁড়ি খিচুড়ি, আলুরদম, লাবড়া, পায়েস অনেক পদ রান্না হত। তখনকার দিনে  মায়েরা কত অনায়াসে এত-এত রান্না করে ফেলতেন তা ভাবতেও অবাক লাগে। বাবার ছাত্ররা বাজারে যেত। তখন সরস্বতী পুজোর বাজার করতে যাবার প্রধান মজা ছিল ফল চুরি করা। এটা কিন্তু সবাই করত। এখনও সেটা হয় কি না জানি না। সরস্বতী পুজোর এটাই মজা। বাবার ছাত্ররাও যখন বাজার করতে যেত তখন একটা আলাদা ব্যাগ যেত সঙ্গে সেই ব্যাগে করে আসত চুরি-করা ফল। আর একটা ব্যাগে থাকত কেনা ফল। পুজোর দিন আমাদের বাড়িতে যেন এক মহোৎসব। অনেক লোকজন আত্মীয় বন্ধু আসত। তাঁদের বসিয়ে খাওয়ানো হত। সন্ধের দিকে গানবাজনার আসরও বসত। চিন্ময় লাহিড়ী, তারাপদ চক্রবর্তী, কৃষ্ণা গাঙ্গুলি এঁরা আসতেন ক্লাসিকাল সংগীত পরিবেশন করতেন। আমি তখন খুব ছোট । সবে গান গাইতে শিখেছি। বাবা একটা সরস্বতী স্তোত্র  শিখিয়েছিলেন ওটাই গাইতাম। এরপর বাবা-মা চলে গেলেন। তখন ১৯৮২  সালে আমি গল্ফগ্রিনের বাড়িতে চলে আসি। আগে আমরা থাকতাম শোভাবাজারে। তখন ভাই-বোনেরা সকলে মিলে বাবার স্কুল সুরমন্দির সঙ্গীত ভবনের সরস্বতী পুজোটা নিয়ে চলে এলাম গ্লফগ্রিনে। বিরাট করে করতাম সেই পুজো। সেখানেও অনেক লোকজন আসত। এটাই আমাদের পরিবারের একমাত্র সবচেয়ে বড় উৎসব ঠিক দুর্গোৎসবের মতো। খুব বড় মাটির ঠাকুরের মূর্তি আসত তখন। এরপর একবার পার্ক স্ট্রিটের একটা অ্যান্টিক শপে কিছু জিনিস কিনতে গেছি ওখানে একটি অষ্টধাতুর সরস্বতী দেখে এত ভাল লাগল যে মনে হল এই মাকেই প্রতিষ্ঠা করব আমার বাড়িতে। ওই মা সরস্বতীর ছিল চারহাত। বাবা বলতেন সবসময় চারহাতের সরস্বতী কিনবি। ওরা অনেক দাম হাঁকছিল। কিন্তু দোকানের মালিক আমাকে দেখে চিনতে পেরেছিল। তো ওঁর জন্য ঠিক দামে সরস্বতীমূর্তি পেয়ে গেলাম। এখন আমার গানের ঘরে সেই অষ্টধাতুর দেবী প্রতিষ্ঠিত। তারপর থেকে সেই মূর্তিই প্রতিবছর পুজো হয়। এই পুজোরও মহা আয়োজন। খিচুড়ি, লাবড়া, অসময়ের এঁচোড় থেকে শুরু করে পটলের ডালনা কী না থাকে। সবাই পাতপেড়ে খায়। কিন্তু  করোনার জন্য গতবছর থেকে কমিয়ে দিয়েছি আয়োজন। এ-বছরও খুব বেশি বড় করব না পুজো এমনটাই ভেবেছি। কিন্তু না করলে কী হবে সবাই চলে আসবে আমার বাড়ি পুজোর দিন। কাউকে বলতে হয় না।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...