Monday, November 3, 2025

পাঞ্জাব বিধানসভা নির্বাচন: সিধু নয়, কংগ্রেসের মুখ্যমন্ত্রীর ‘মুখ’ চান্নিই

Date:

Share post:

জল্পনার অবসান। চান্নিকেই (Charanjit Singh Channi) দলের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

রবিবার লুধিয়ানা সফরের সময় আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election) জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী চরণজিৎ সিং চান্নিকে (Charanjit Singh Channi) দলের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। চরণজিৎ সিং চান্নি এবং নভজ্যোত সিং সিধু ছিলেন দলের মুখ্যমন্ত্রী হওয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। ঘোষণার ঠিক আগে রাহুল বলেন, “একজন নেতা ১০-১৫ দিনে তৈরি হয় না। আন্দোলন-সংগ্রাম থেকে তার জন্ম। সিধু, চান্নি , (সুনীল) জাখর—সবাই কঠিন পথে হেঁটেছেন, শিখেছেন। এত হীরার মধ্যে একটি হীরা বাছাই করা খুব কঠিন।” রাহুল গান্ধী আরও বলেন, “এটা আমার সিদ্ধান্ত নয়। পাঞ্জাবের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আমার মতামত থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। পাঞ্জাবের জনগণ বলেছে আমরা একটি ‘গরিব ঘর কা সিএম’ চাই এবং আমি তাতে রাজি।”

আরও পড়ুন-উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে সাংসদ লকেট চট্টোপাধ্যায়

পাঞ্জাব বিধানসভার ১১৭ টি আসনে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ মার্চ ভোট গণনা হবে। চরণজিৎ সিং চান্নি আসন্ন নির্বাচনে ভাদৌর এবং চমকৌর সাহিব উভয় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নভজ্যোত সিং সিন্ধু অমৃতসর পূর্ব থেকে ভোটে লড়বেন। মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি চমকৌর সাহেবের তিনবারের বিধায়ক। ৫৮ বছর বয়সী চান্নি এর আগে অমরিন্দর সিং মন্ত্রিসভায় কারিগরি শিক্ষা এবং শিল্প প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন। তবে বিবাদমান কংগ্রেস নেতারা রাহুলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে প্রকাশ্যে ঘোষণা করলেও দলেরই নেতা সুনীল জাখর মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর দৌড় থেকে তাঁকে প্রত্যাখ্যান করার জন্য ‘দিল্লিতে থাকা উপদেষ্টাদের’ নিন্দা করেছেন। জাখর বলেছিলেন যে তিনি প্রত্যাখ্যাত হওয়ার কারণে তিনি বিচলিত নন বরং তিনি হিন্দু, শিখ নয় বলে প্রত্যাখ্যাত হয়েছেন বলে তিনি বিচলিত নন। জাখর বলেন, “দিল্লির উপদেষ্টারা সঠিক পরামর্শ দিচ্ছেন না। আমি একজন পাঞ্জাবি হিন্দু তাই আমাকে মুখ্যমন্ত্রী (প্রার্থী) করা হয়নি।”

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...