Monday, August 25, 2025

lata mangeshkar : বায়োপিকে লতার চরিত্রে হেমা মালিনী! চিত্রনাট্য দেখছে মঙ্গেশকর পরিবার

Date:

Share post:

লতা মঙ্গেশকরকে  ( lata mangeshkar ) নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে। বলিউড সূত্রে জানা গিয়েছে বিশিষ্ট তিন পরিচালক লতার বায়োপিক নিয়ে আগ্রহ দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে তা নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের উপরে। কারণ মঙ্গেশকর পরিবার চিত্রনাট্য খুঁটিয়ে দেখে তবেই এ কাজে অনুমতি দেবে বলে জানা গিয়েছে।

সুরসম্রাজ্ঞীকে  নিয়ে বায়োপিক তৈরির ব্যাপারে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন পরিচালক  রাকেশ ওম প্রকাশ মেহেরা (Rakesh Omprakash Mehra), আনন্দ এল রাই (Anand L Rai) ও সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। জানা গিয়েছে সঞ্জয় লীলা বনশালি লতার বায়োপিক নিয়ে গত দশ বছর ধরে রিসার্চের কাজও শুরু করে দিয়েছেন। কিন্তু এখন সবই নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের সম্মতির উপরে।  পরিবার ঘনিষ্ঠের তরফে জানা যাচ্ছে, ‘লতাদিদি’র বায়োপিক নিয়ে উৎসাহী তারা। লতার পরিবার চায়, বড় আকারেই তৈরি হোক এই বায়োপিক। সেই সঙ্গে লতার চরিত্রে  কে অভিনয় করবেন তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। বলিউডে গুঞ্জন, এক সাক্ষাৎকারে হেমা মালিনী(Hema Malini) লতার চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।

গত রবিবার প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। সাত দশকেরও বেশি সময় ধরে  বলিউডে কাজ করেছেন তিনি। খুব ছোট থেকেই লতার জীবন ছিল কঠিন লড়াইয়ে ভরা। তাঁর ছোটবেলাটা খুব সুখকর ছিল না। বাবা দীননাথ মঙ্গেশকর মারা যাওয়ায় মাত্র ১৩ বছর বয়সেই তাঁকে সংসারের হাল ধরতে হয়েছিল। লতার পরিবারে তখন বিধবা মা আর ছোট ছোট ভাইবোন। তাদের দায়িত্ব এসে পড়ল ছোট্ট লতার (Lata Mangeshkar) ঘাড়ে। লতার হাতে একমাত্র ছিল গান। কিন্তু রোজগারের পরিমাণ বাড়াতে গিয়ে তিনি ফিল্মেও ঢুকেছিলেন। যদিও আটটি ছবিতে কাজ করেও সাফল্যের মুখ দেখেননি তিনি। এমনকী তাঁর জীবনের প্রথম গানও রিলিজ হয়নি। সেটিও বাদ গিয়েছিল ছবি থেকে। পরবর্তী কালের সুরসম্রাজ্ঞীর জীবনের সেই প্রথম গানটি ছিল– ‘নাচু ইয়া গদে’; একটি মারাঠি ছবির জন্য গানটি গেয়েছিলেন তিনি। তবে লতার বাবা এবং মা কেউই চাইতেন না যে, তাঁদের মেয়ে গানকে পেশা হিসেবে নিক, গান গেয়ে রোজগার করুক। কিন্তু কালে-কালে সেই  তিনিই হয়ে উঠেছিলেন সুরসম্রাজ্ঞী

 

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...