বিয়ে করে ফেলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট (Ranbir Kapoor- Alia Bhatt)? বলিউডে গুঞ্জন তেমনই। শুধু তাইই নয়। আলিয়া নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের স্থ্যাটাসও পাল্টে ফেলেছেন। গোপন সূত্রে জানা গিয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজনকে স্বাক্ষী রেখে নাকি চুপিসারে বিয়ে করে নিয়েছেন এই দুই বলিউড তারকা।

কিন্তু কেন এত গোপনীয়তা? দুই তারকার ব্যক্তিগত বন্ধুদের তরফে জানা গিয়েছে চারদিকে ওদের দুজনের সম্পর্ক নিয়ে এত গুঞ্জন, এত গুজব ছড়াচ্ছে। তাই নিজেরা আগেই শুভ কাজটা সেরে রাখলেন। আলিয়াই নাকি জোর করেছিলেন। কারণ প্রাক্তন বান্ধবী ক্যাটরিনার বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই রটনা -জল্পনা বড়ই বেড়েছিল। তাতে নাকি রণবীর বেশ বিরক্ত হচ্ছিলেন। তাই প্রিয় বন্ধুর মনের জোর বাড়াতে এমনই পদক্ষেপ করলেন আলিয়া?

তবে আগামী এপ্রিলে রণথম্ভোরে যে আরেকটি চোখ জোড়ানো রাজকীয় বিবাহ বাসরের স্বাক্ষী থাকতে চলেছে বলিউড তা নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ সেখানেই সকলকে স্বাক্ষী রেখে সাত পাক ঘুরবেন রণবীর-আলিয়া।
