আগামিকাল উত্তরপ্রদেশে ৫৫ আসনে ভোট, প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আখ চাষীদের হাতে

আগামিকাল উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) দ্বিতীয় দফা নির্বাচনে  ৫৫ টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে প্রায় ৩৫ লক্ষ আখ চাষী। এখানের প্রায় ১৫ টি জেলার চাষীদের আয়ের প্রধান উৎস হল আখ চাষ। আর সেই আখচাষিরাই ২০১৭ সাল থেকে পাচ্ছেনা ন্যায্য আখের মূল্য। ক্ষোভে ফেটে পড়েছে এলাকার চাষীরা।

চাষীদের বক্তব্য,  “২০১৭ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিল, ১৪ দিনের মধ্যে চাষীরা তাদের  ফসলের মূল্য পাবে। আর যদি সেই মূল্য তারা না পায়, তাহলে তার সঙ্গে সুদও দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।এবারেও বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে সেই একই প্রতিশ্রুতি দিয়েছে। তাই কোনভাবেই এই সরকারকে আর বিশ্বাস করা যায় না।”

উত্তরপ্রদেশ নির্বাচনের দ্বিতীয় দফায় ন’টি জেলা জুড়ে বিস্তৃত ৫৫ টি বিধানসভা আসনের জন্য মোট ৫৮৬ জন প্রার্থী নির্বাচনী ময়দানে। যাদের ভাগ্য ইভিএম বন্দি হবে ১৪ ফেব্রুয়ারি এলাকার প্রায় ৩৫ লক্ষ আখ চাষীর দ্বারা।

আরও পড়ুন: TMC: তৃণমূলে অর্জুনের ভাইপো-সহ ৩ ঘনিষ্ঠ আত্মীয়, বাংলায় বিজেপি শূন্য হয়ে যাবে: মন্তব্য সৌরভের

এক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালে  ২৩.০৮ লক্ষ হেক্টর জুড়ে আখ চাষ হয়েছিল। তার মধ্যে বারেলিতে  রয়েছে ৭০ শতাংশ আখ চাষি। মোরাদাবাদে প্রায় ৬০ শতাংশ, বাদাউনে ৪০ শতাংশ, বিজনোরে ৫০ শতাংশ, রামপুরে ৪৫ শতাংশ, সম্বলে ৩৫ শতাংশ, সাহারানপুর এবং আমরোহায় ৬৫ শতাংশ আখ চাষি রয়েছে।  এবং শাহজাহানপুরে প্রায় ৩৫ শতাংশ চাষীরা রয়েছে যারা অর্থকরী ফসলের চাষ করে। ১৪ ফেব্রুয়ারি এই সমস্ত চাষিরা ভাগ্য নির্ধারণ করবেন প্রার্থীদের ।

সরকারি তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) প্রত্যেক বছর প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয় আখ চাষ থেকে। যার মধ্যে সেরা মানের আখটি বিক্রি হয় কুইন্টাল প্রতি ৩৫০ টাকা দরে। চাষীদের বক্তব্য অনুযায়ী পাঁচ বছরে মাত্র ২৫ টাকা বেড়েছে কুইন্টাল প্রতি আখের দাম। তাদের অভিযোগ, “উন্নয়নের স্বপ্নে তারা বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু তারপর থেকে বিজেপি সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি। ৭০০ জন চাষী, কৃষক আন্দোলনে প্রাণ হারিয়েছে। সরকারের তরফ থেকে গালভরা প্রতিশ্রুতি থাকলেও এখনও পর্যন্ত তাদের পরিবার কোন সাহায্য পায়নি।”

উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের  আখ চাষীদের অভিযোগ, সরকারি কোনো সাহায্য সেই ভাবে পাওয়া যায়না আখ চাষের জন্য। দিনের পর দিন বেড়েই চলেছে কিটনাশকের দাম ও বিদ্যুতের খরচ। অথচ সরকার বছরের পর বছর গালভরা প্রতিশ্রুতি দিয়ে চলেছে।

ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলোর তরফে গোটা উত্তরপ্রদেশ জুড়ে প্রচার শুরু  হয়েছে,
” প্রতিশ্রুতি না রাখার জন্য বিজেপিকে শাস্তি দেওয়া হোক ভোট না দিয়ে।”  এ প্রসঙ্গে কৃষক নেতা হান্নান মোল্লা জানান, “২০১৭-র নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার তার একটা প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এমনকি সেই একই প্রতিশ্রুতি তারা এবারেও দিচ্ছে। ২০১৭ থেকে চাষীরা আখের দাম পাচ্ছে না। কিন্তু সরকার এর কোনো সুরাহাও করছে না। শুধু মিথ্যে প্রতিশ্রুতি ফেরী করে বেড়াচ্ছে। তার ফল অবশ্যই তারা পাবে নির্বাচনী ফলাফলে। কারণ চাষীরা তাদের ওপর ক্ষুব্ধ।”