Sunday, May 18, 2025

হুঁশিয়ারির পরই পদক্ষেপ: জেলায় জেলায় নির্দল প্রার্থীদের বহিষ্কার তৃণমূলের

Date:

Share post:

হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। তৃণমূল(TMC) নেতা পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল ১০৮ পুরসভা কেন্দ্রে টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন ৪৮ ঘন্টার মধ্যে তাদের প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে। দলের নির্দেশ না মানায় অবশেষে পদক্ষেপ নিল শীর্ষ নেতৃত্ব। জেলায় জেলায় বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বহিষ্কার শুরু করলো ঘাসফুল শিবির। বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে দলীয় বৈঠকে গিয়ে সেখানকার মোট ২৩ জন নির্দল প্রার্থীকে (Independent Candidates) বহিষ্কারের কথা ঘোষণা করলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়। এর মধ্যে কৃষ্ণনগর পুরসভাতেই এই সংখ্যা ১১, পুরুলিয়াতে ৫ জন, বীরভূমে ৩ জন, ঝালদা পুরসভায় ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে তমলুক, ঝাড়গ্রাম জেলায় বিক্ষুব্ধ নির্দলদের। বাকি জেলাতেও পদক্ষেপ শুরু করে দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া খবরে, ৫ জেলায় ৫৮ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার নদীয়া জেলায় গিয়ে চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। পরদিন ৪ পুরনিগমের ফল প্রকাশের তৃণমূলের বিপর্যয়ের পর বিকেলে তিনি জানিয়ে দেন, যারা নির্দল হয়ে মনোনয়ন পেশের সিদ্ধান্ত নিয়েছেন তাদের আবারো বলা হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলাতে হবে, না হলে বহিষ্কার করা হবে। সেই সময় সীমা পেরিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবার আরও একটি নোটিশ প্রকাশ্যে এনেছে তৃণমূলের শৃঙ্খলা কমিটি। এখানেও ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। সময়সীমা পার হওয়ার পর জেলায় জেলায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হবে।

আরও পড়ুন:ক্যাফেতে তোলাবাজির জেরে বন্ধ হল ‘যোধপুর পার্ক উৎসব’, গ্রেফতার মূল অভিযুক্ত

উল্লেখ্য, আগামী ২৭ তারিখ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। এখানে তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতা প্রার্থী হিসেবে লড়ছেন। তাদের উদ্দেশ্যে একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পর এবার চরম শাস্তি দেওয়া হল। ৫ জেলা মিলিয়ে ৫৮ জনকে বহিষ্কার করল দল। এই বহিষ্কার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, “নির্দলদের তালিকা তৈরি হয়েছে। তাঁদের বারবার বলা সত্ত্বেও দলীয় নির্দেশ অমান্য করেছেন। তাই আমরা বহিষ্কারের পথে হাঁটলাম।” এদিকে বহিষ্কারের নির্দেশের পরই সুর বেশ কিছু জায়গায় নরম করেছে তৃণমূলের বিক্ষুব্ধরা। উত্তর ২৪ পরগনার ৫৭ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলের মধ্যে ২৮ জন বিক্ষুব্ধর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

spot_img

Related articles

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...