Monday, August 25, 2025

পুলিশ-প্রশাসনকে ভিলেন করতেই ইউনিফর্ম পরে খুন! ছাত্র-মৃত্যুতে DSP পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত

Date:

Share post:

ছাত্র-মৃত্যু নিয়ে রাজনীতির অপচেষ্টা রাজ্যের বিরোধী দলগুলির। দিনভর রণক্ষেত্র আমতা।

পুলিশের পোশাক পরে তারাই খুন করবে, যারা পুলিশ আর সরকারকে ভিলেন করে নিজেদের আড়াল করতে চাইবে। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে এখন এই জল্পনাই ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই সঙ্গে ঘোলাজলে মাছ ধরতে লেগে পড়েছে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি। এক তরুণের মৃত্যু নিয়ে চলেছে রাজনীতি। এদিকে, ঘটনায় ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজিপি। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় জানান, সামগ্রিক বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা অভিযুক্ত, তারা শাস্তি পাবে।

পুলিশের বেশে গিয়ে ‘খুন’ করা হয়েছে তরুণ আনিস খানকে। কারা রয়েছে এই জঘন্য কাণ্ডের পিছনে? রাজ্যনৈতিক মহলের মতে, পুলিশ-প্রশাসনকে যারা কলঙ্কিত করতে চায় তারাই এই কাজ করেছে। এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বাম-কংগ্রেস। শনিবার, কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার আমতা। বিচারবিভাগীয় তদন্ত দাবি করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। কিন্তু এরফলে বিঘ্নিত হচ্ছে পুলিশি তদন্ত। সকালই এলাকায় গিয়ে তদন্ত করতে চায় পুলিশ। কিন্তু এই অবরোধের জেরে সেই তদন্ত বাধা প্রাপ্ত হচ্ছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রকৃত অপরাধী কোনও মতেই ছাড় পাবে না। কড়া শাস্তি পাবে। কিন্তু বিক্ষোভ-অবরোধ করে কোনও লাভ নেই। অযথা সময় নষ্ট হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের সঙ্গে ভবানী ভবনে (Bhawani Bhawan) দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়। গোটা ঘটনায় ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন ডিজিপি (DGP)।

তবে, প্রশাসনিক তৎপরতার পরেও মৃত্যু নিয়ে রাজনীতির পথ থেকে পিছু হটেনি বাম ও ছাত্র যুব সংগঠনগুলি। পুলিশকে এলাকায় ঢুকতে বারবার বাধা দেওয়া হয়। তদন্তের কাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করে পুলশ। ব্যারিকেড ভেঙে আমতা থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এলাকার পরিস্থিতি অযথা উত্তপ্ত করার অপচেষ্টা হয়।

spot_img

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...