বাইশ বছরের প্রেম,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্য পাত্রীকে বিয়ে করতে যাচ্ছে জানতে পেরে পুলিশে অভিযোগ করেন প্রেমিকা, গ্রেফতার প্রেমিক।

শেওড়াফুলি রাজার বাগান এলাকার বাসিন্দা বছর ৪৭ এর সৌভিক চ্যাটার্জীর সঙ্গে গত বাইশ বছর ধরে সম্পর্ক ছিল শেওড়াফুলি ঘোষ পাড়ার বছর ৪০ এক মহিলার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তারা। করোনা কালে সৌভিকের পরিবার অসুস্থ হলে প্রেমিকাকে আয়া সাজিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় সেবা শুশ্রূষা করার জন্য।

প্রেমিকার দিদি জুঁই সরকারের অভিযোগ, দুজনে তারাপিঠে গিয়ে তিন দিন কাটিয়ে আসে। সেখানে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সেই ছবিও আছে। আর এখন বিয়ের কথা বললেই টালবাহানা করত সৌভিক। পনের দাবীও করত। এর মধ্যে জানা জানা যায় সোদপুরে বিয়ে ঠিক হয়েছে সৌভিকের। কিন্তু কবে জানা যাচ্ছিল না। রবিবার গায়ে হলুদের তত্ত্ব আসতে দেখে সন্দেহ হয়। শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানান মহিলা। শেওড়াফুলি ফাঁড়ি থেকে শ্রীরামপুর মহিলা থানায় পাঠানো হয় তাকে। মহিলা থানায় সৌভিক চ্যাটার্জীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের হয়। পুলিশ শেওড়াফুলি রাজার বাগানে পৌঁছে দেখে পাত্রী পক্ষ বর নিতে হাজির হয়েছে। ফুল দিয়ে সাজানো গাড়ি সমেত পাত্রকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষনের মামলা রুজু হয়েছে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করবে পুলিশ। ধৃতের দাদা কৌশিক চ্যাটার্জী বলেন, মিথ্যা অভিযোগ করা হয়েছে তার ভাই এর বিরুদ্ধে।গত চার মাস আগে অভিযোগ কারী তাদের বাড়িতে আয়ার কাজ করতেন। তার আগেও দুবার বিয়ে হয়েছিল। ষড়যন্ত্র করা হয়েছে ভাইয়ের বিরুদ্ধে। যে ছবিতে সৌভিক আর অভিযোগকারীকে দেখা যাচ্ছে সেটাও তৈরী করা।

আরও পড়ুন- Mamata: রাজ্যপাল অকারণে ফাইলে সই করতে দেরি করছেন: তোপ দাগলেন মমতা

