Thursday, November 13, 2025

Kunal Ghosh: এবার একুশে একুশ: কাঁথিতে বার্তা কুণালের

Date:

Share post:

আগামী রবিবার রাজ্যের ১০৮ টি কেন্দ্রে পুরভোট। জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী হয়েও প্রচারে ঝড় তুলছে শাসকদল। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রচার করছেন বিভিন্ন কেন্দ্রে। সোমবার, কাঁথিতে একাধিক নির্বাচনী সভা করেন তৃণমূলের (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানেই তিনি একুশে একুশ আওয়াজ তোলেন। কাঁথি (Kanthi) পুরসভায় ২১টি ওয়ার্ড। ‘একুশে একুশ’-এর অর্থ বিরোধীশূন্য পুরবোর্ড।

এদিন, একটি দীর্ঘ বর্ণময় পদযাত্রা এবং পরে পথসভা করেন কুণাল। কাঁথির ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সন্দীপ জানার (Sandip Jana) সমর্থনে প্রচার সভা করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, “এই ২১ নম্বর ওয়ার্ড থেকে জিতে গতবার কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন বিরোধী দলনেতার ছোট ভাই। “তিনি কীসের ঘোড়ার ডিমের চেয়ারম্যান, যে এবার দাঁড়াতে ভয় পেলেন?” তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে।বিজেপিও তাঁকে টিকিট দেয়নি- তীব্র কটাক্ষ কোনালের। গত পাঁচ বছরে যত অভিযোগ উঠেছে, তার অধিকাংশ ঢেউ গিয়ে শেষ হয়েছে অধিকারী বাড়ির চৌকাঠে। এদিন আরও দুটি জনসভা করেন কুণাল।

তৃণমূল মুখপাত্র বলেন, “বিজেপি বলে ভারত মাতা কী জয়”। কিন্তু তাঁরাই মায়ের গা থেকে একটা একটা করে গয়না খুলে বিক্রি করে দিচ্ছে। পেট্রোল থেকে ডিজেল, সার থেকে জীবনদায়ী ওষুধ, ভোজ্য তেল থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সবকিছুর দাম বাড়ছে, এটা একটা সরকার চলছে। তাই এবার ভোট দেওয়ার আগে তিনটি বিষয় ভোটারদের মাথায় রাখার আহ্বান জানান কুণাল। তা হল, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্য সরকারের জনমুখী নীতি, স্থানীয় এলাকার উন্নয়ন। এদিন আদি বিজেপি এবং বামফ্রন্টের কর্মী-সমর্থকদেরও পুরভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান কুণাল। কুণালের দাবি, “তৃণমূল কংগ্রেস জিতলে আদি বিজেপি নেতারা সসম্মানে দল করতে পারবেন। কিন্তু বিজেপি জিতলে তৎকাল বিজেপির চাপে, আদি বিজেপি মুছে যাবে। আর বামেরা একটি ওয়ার্ডেও জিতবে না। বামেদের ভোট দেওয়া মানে, ভোট নষ্ট করা।”

তৃণমূলকে সব ওয়ার্ডে জিতিয়ে, কাঁথি থেকে অধিকারীদের মুছে দিয়ে, ইতিহাস তৈরির করারও ডাক দেন কুণাল। এদিন তিনি ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে পদযাত্রা ও বাড়ি বাড়ি প্রচার করেন। ভোটারদের তিনি বলেন, “মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী তৃণমূল কংগ্রেসের। জেলা প্রশাসন থেকে চেয়ারম্যানও এবার তৃণমূল কংগ্রেসের হবে। কাজেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।” সভার অন্যতম বক্তা মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, “কোন পরিবারের অঙ্গুলিহেলনে নয়, এবার দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন হবে কাঁথি পুরসভায়।” সভায় বক্তব্য রাখেন যুব তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রাক্তন প্রশাসক হরিসাধন দাসঅধিকারী, উত্তর কাঁথির কো-অর্ডিনেটর তরুণ কুমার জানা-সহ অন্যান্যরা।

আরও পড়ুন- Covid-19: ১২-১৮ বছর বয়সীদের জন্য করবিভ্যাক্স ভ্যাকসিনকে অনুমতি দিল DCGI

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...