আলাপন বন্দ্যোপাধ্যায়ের(Alapan Banerjee) মামলা কলকাতা(Kolkata) থেকে দিল্লিতে(Delhi) সরানোর নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাট(CAT)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রাক্তন মুখ্যসচিবের সেই আবেদনের উপর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt)।

Delhi High Court reserves order on a plea of former West Bengal Chief Secretary Alapan Bandyopadhyay challenging Central Administrative Tribunal (CAT) Principal Bench order which ordered to transfer his application from CAT Kolkata bench to Delhi branch.
(File photo) pic.twitter.com/7TvcSkdjmg
— ANI (@ANI) February 25, 2022
উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব থাকাকালীন প্রধানমন্ত্রীর ডাকা ঘূর্ণিঝড় ‘ইয়াস’–এ ক্ষতিপূরণ নিয়ে বৈঠকে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা শাখায় মামলা দায়ের করেন আলাপন। এরপর কেন্দ্রীয় সরকারের অনুরোধে মামলাটিকে কলকাতা বেঞ্চ থেকে দিল্লি বেঞ্চে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ। প্রিন্সিপাল বেঞ্চের এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আলাপন। কলকাতা হাই কোর্ট অবশ্য প্রিন্সিপাল বেঞ্চের ওই বদলির নির্দেশকে খারিজ করে দেয়। এরপর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ কলকাতা হাই কোর্টের রায়কে খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, ওই মামলাটির সম্পর্কে কোনও রায় দেওয়ার এক্তিয়ার কলকাতা হাই কোর্টের নেই। এরপর প্রিন্সিপাল বেঞ্চের বদলির সিদ্ধান্তকে বিবেচনার জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। সেই মামলাতেই রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট।
