Saturday, August 23, 2025

Anis Case:চার ঘণ্টা চলল আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত, কী তথ্য উঠে এল?

Date:

Share post:

আদালতের নির্দেশে সোমবার আনিস খানের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সোমবারই SSKM হাসপাতালে ময়নাতদন্তের পর রাতে ফের বাড়ি পৌঁছয় ছাত্রনেতার দেহ। রাতেই মৃত যুবনেতার দেহ সমাধিস্থ করা হয়। কবর থেকে ছেলের দেহ তোলার বিষয়ে রবিবারই সম্মতি দিয়েছিলেন আনিসের বাবা ও পরিবারের অনান্য সদস্যরা। সোমবার সকালে প্রথমে কবর থেকে দেহ তোলা হয় দেহ । তারপরই এসএসকেএম হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ছাত্রনেতার দেহের।

আরও পড়ুন:Tarakeshwar Temple: সুখবর! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

এদিন দুপুর ১২টা নাগাদ আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় গোরস্থানে কবর থেকে জেলা জজের উপস্থিতিতে তোলা হয় আনিস খানের দেহ। এর পর গ্রিন করিডর করে দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত। চার ঘণ্টা ধরে চলে দ্বিতীয়বার ময়না তদন্ত। আনিসের দেহ থেকে ভিসেরা সংগ্রহ করেছেন চিকিৎসকরা।রাত দশটার মধ্যে কড়া পুলিশি পাহাড়ায় হাওড়ার আমতায় পৌঁছয় আনিসের দেহ। রাতেই তাঁর দেহ ফের কবর দেন।

আনিস কাণ্ডের রহস্য উন্মোচনে তৎপর সিট। নিরপেক্ষ তদন্তের স্বার্থে আনিসের বাবার সঙ্গে বহুবার কথা বলেছেন সিট সদস্যরা। এমনকি দিনরাত এক করে প্রমাণ জড়ো করে চলেছে। এরইমধ্যে গ্রেফতার হয়েছে দুজন। তাদের জেরা চলছে। আমতা থানার তৎকালীন ওসিকেও ছুটিতে পাঠানো হয়েছে। আমতা থানার ASI-সেকেন্ড অফিসারকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। সেদিন রাতে আনিসের বাড়িতে ঠিক কারা গিয়েছিল এবং কী ঘটনা ঘটেছিল, সেই জট খুলতে তৎপর সিট। এবার আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট কী বলছে, সেটাই দেখার।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...