Tarakeshwar Temple: সুখবর! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

সুখবর! শিবরাত্রির পুণ্য তিথিতে ভক্তদের জন্য খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও করোনার কারণে মন্দিরের গর্ভগৃহ বন্ধ ছিল। চোঙের মাধ্যমে শিবলিঙ্গের মাথায় জল দিতেন ভক্তরা। এবার গর্ভগৃহে দিয়েই শিবলিঙ্গে পুজো দিতে পারবেন ভক্তরা। এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

অতিমারি পর্বের শুরুতে অন্যান্য ধর্মস্থানের মতো তারকেশ্বর মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি একটু ঠিক হলে মন্দিরের দরজা খোলা হয়। তারপর থেকে বিভিন্ন সময় পরিস্থিতি বিচার করে মন্দিরে নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:Commercial Cylinder: হেঁশেলে আগুন! একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

কোভিড বিধি মেনে গত সেপ্টেম্বর মাসে যখন মন্দিরের দরজা খোলা হয় গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্দির চত্বরে যে ভক্তরা আসতেন চোঙের মাধ্যমে শিবলিঙ্গের মাথায় জল দিতেন। এবার শিবরাত্রির বিশেষ তিথি থেকে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন তাঁরা। মাস্ক পরেই মন্দির চত্বরে প্রবেশ করতে হবে সবাইকে। তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি পেয়ে স্বভাবতই খুশি ভক্তরা।

Previous articleCommercial Cylinder: একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
Next articleAnis Case:চার ঘণ্টা চলল আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত, কী তথ্য উঠে এল?