আইএসএলের (ISL) শেষ ম্যাচেও জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal)। যার ফলে লিগে শেষ অবধি শেষ স্থানেই শেষ করল লাল-হলুদ ব্রিগেড। শনিবার বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে একাদশ স্থানে শেষ করে মারিও রিভেরার দল। আর এই পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা।

আর এই মরশুমে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। আর মরশুম শেষ হতেই নিজের খারাপ পারফরম্যান্স নিয়ে নিজের বক্তব্য রাখেন অরিন্দম। বেঙ্গালুরু ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় অরিন্দম লেখেন, “এটি লজ্জাজনক এবং দোষ আমি নিচ্ছি। তবে আমি প্রতিজ্ঞা করছি পরের বছর আপনারা আসল অরিন্দমকে দেখতে পাবেন।”
It’s a shame n I’ll take the blame but I promise next year y’all will see the usual Arindam.
— Arindam Bhattacharya (@ArindamGK) March 5, 2022
ইস্টবেঙ্গলের জার্সিতে তিনকাঠির নীচে দাঁড়িয়ে ১১ ম্যাচে মাত্র একবার ক্লিনশিট পেয়েছে অরিন্দম । ১৯টি গোল খেয়েছেন, ২৯টি সেভ করেছেন তিনি। নিজের খারাপ পারফরম্যান্সের জন্য মরশুমের মাঝপথেই অধিনায়কত্বও ছেড়ে দেন অরিন্দম।

আরও পড়ুন:প্রকাশিত হল ঋদ্ধিমানকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম, বার্তা বিকৃত করেছে ঋদ্ধি, দাবি ওই সাংবাদিকের

