Sunday, November 9, 2025

Tripura: ত্রিপুরা তৃণমূলের নতুন ইনচার্জ রাজীব: প্রেস বিজ্ঞপ্তিতে জানালেন অভিষেক

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতে সংগঠন মজবুত করছে তৃণমূল। ত্রিপুরার পুরভোটে শতাংশ হিসেবে ভালো জায়গায় জোড়া ফুল শিবির। এই পরিস্থিতিতে দুই রাজ্যে সাংগঠনিক রদবদল করা হল। সোমবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

অভিষেক লেখেন, ত্রিপুরার মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থে পরিবর্তন আনছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ত্রিপুরা (Tripura) তৃণমূলের নতুন ইনচার্জ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajiv Bandyopadhyay)।

ত্রিপুরার পাশাপাশি সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে উত্তর-পূর্বের আরেক রাজ্য মেঘালয়তেও। সেখানে তৃণমূলের নতুন ইনচার্জ মানস ভুঁইয়া (Manas Bhuiya)। কো-ইনচার্জ সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সংগঠন মজবুত করার ক্ষেত্রে এই নেতারা সদর্থক ভূমিকা পালন করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

ত্রিপুরায় সংগঠন মজবুত করতে বারবার গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে আটকাতে সবরকম চেষ্টা করেছে বিপ্লব দেবের সরকার। প্রথম সফর থেকেই তাঁর কনভয়ে হামলা হয়েছে। তাঁকে বাধা দেওয়া হয়েছে। কিন্তু সেটা দেখে ভয় না পাওয়ায় শেষে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা-পদযাত্রা বানচাল করার চেষ্টা হয়েছে। আদালত থেকে অনুমতি নিয়ে সভা করা করেছেন তৃণমূল নেতৃত্ব। সেখানে আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ থেকে শুরু করে যুবনেতারা। কিন্তু তাও এক ছটাক জমিও কাউকে ছাড়তে রাজি নয় তৃণমূল। ত্রিপুরা নির্বাচনে ভালো ফলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর টিমকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে আরও মজবুত করে করতেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- Goa: ত্রিশঙ্কু গোয়ায় সরকার গঠনে ‘Key Factor’ হতে পারে তৃণমূল, ইঙ্গিত ফেরত সমীক্ষায়

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...