Wednesday, December 3, 2025

কংগ্রেসের ভোট ভরাডুবির জন্য এবার রাহুলকে কটাক্ষ ক্যাপ্টেনের

Date:

Share post:

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যে কংগ্রেসের ব্যাপক ভরাডুবি। রাজ্য দখল তো দূরের কথা, নিজেদের হাতে থাকা পাঞ্জাবও হাতছাড়া হয়েছে। আবার শুধু হারাই নয়, বিপর্যয় এতটাই যে, সম্মানজনক বিরোধীদের জায়গাতেও নেই তারা। চার রাজ্যের দখল নিয়েছে বিজেপি। আর পাঞ্জাবে নিজেদের ভালো জমিতেও আম আদমি পার্টির কাছে ধরাশয়ী হয়েছে কংগ্রেস। আর কংগ্রেসের এমন ভরাডুবির জন্য এবার সরাসরি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

গতকাল, বৃহস্পতিবার চার রাজ্যে গোহারের পর রাহুল গান্ধী টুইটারে লেখেন, এই হার থেকে ভবিষ্যতে শিক্ষা নেবে কংগ্রেস। আর রাহুলের এমন টুইটকেই কটাক্ষ করেন অমরিন্দর সিং। পাল্টা এক টুইটারে অমরিন্দর রাহুলের নাম না করে লেখেন, “কংগ্রেস নেতৃত্ব কখনওই শিখবে না। উত্তরপ্রদেশে কংগ্রেসের হারের জন্য কে দায়ী?‌ মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডেই বা কে দায়ী?‌ জবাবটা স্পষ্ট অক্ষরে লেখা, কিন্তু আমি জানি, সব সময়ের মতো এবারও উত্তরটা ওঁরা পড়বেন না।”

উল্লেখ্য, পাঞ্জাবে হারের জন্য অমরিন্দরের ওপরই দোষ চাপিয়ে দায় এড়িয়েছে কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কংগ্রেসের হারের জন্য অমরিন্দর সিংয়ের গত সাড়ে চার বছরের শাসনকালকেই দায়ী করে বলেছেন, “পাঞ্জাবে ভূমিপুত্র চরণজিৎ সিং চান্নির মাধ্যমে নতুন নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু অমরিন্দর সিং সাড়ে চার বছর পাঞ্জাবে ক্ষমতায় থাকার সময় যে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া তৈরি হয়েছে, তা আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই মানুষ পরিবর্তন চেয়ে আপকে ভোট দিয়েছে। অমরিন্দর দু’‌বারের মুখ্যমন্ত্রী হয়েও হেরেছেন। এর থেকেই বোঝা যায় পাঞ্জাবে প্রতিষ্ঠান–বিরোধী হাওয়া কতটা জোরালো।” যদিও কংগ্রেসের এই যুক্তিকে উড়িয়ে দিয়ে রাহুল গান্ধীদের অযোগ্য নেতৃত্বকেই কটাক্ষ করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন- Indian Railways: পুরনো ছন্দে ভারতীয় রেল, আগের মতোই মিলবে পরিষেবা

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...