Saturday, January 10, 2026

চিনে ফের করোনার বাড়বাড়ন্ত, দেশে কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

চিনে (China) আবার করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই ১০ টি শহরে লকডাউন ঘোষণা করেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন (China) ছাড়া আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলেও ওমিক্রনের (Omicron) নয়া ভ্যারিয়েন্টের (Coronavirus) দাপটে সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়েছে। একাধিক দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে উদ্বিগ্ন কেন্দ্রও। দেশে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।

বুধবারের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা রুখতে কড়া নজরদারি জরুরি একথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

জানা গিয়েছে, বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা নিয়েও আলোচনা করা হয়। আগামী ২৭ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। এখনও অবধি সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনা হয়নি বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। গতকাল আক্রান্তের সংখ্যাটা আজকের থেকে সামান্য বেশি ছিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ১৩২ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৯৯ জন। সক্রিয় রোগীর হার কমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৫৪৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।



spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...