Saturday, January 10, 2026

উচ্চমাধ্যমিকের নয়া সূচি ঘোষণা, কেন ৫ রাজ্যের সঙ্গে উপনির্বাচন নয়? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য পরিবর্তন করা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি। ১২ এপ্রিল উপনির্বাচনের দিন পিছনোর আর্জি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য। কিন্তু তাতে কর্ণপাত করেনি তারা। এরপরেই উচ্চমাধ্যমিকের (Higher Secondary) নয়া সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ রাজ্যের নির্বাচনের সঙ্গে উপনির্বাচন হলে এই সমস্যা হত না বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রথমেই মুখ্যমন্ত্রী বলেন, বারবার উচ্চমাধ্যমিকের সূচি বদল করতে বাধ্য হচ্ছে সরকার। উপনির্বাচন ছাড়াও রয়েছে জয়েন্ট এন্ট্রাস মেন (JEE Main) এবং পয়লা বৈশাখ-সহ বিভিন্ন কারণে দোসরা এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হলেও মধ্যে বেশ কিছুদিন পরীক্ষা বন্ধ রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বলার পরেও নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন বদলায়নি। মমতা অভিযোগ করেন, বিজেপি-র কথাতেই এই নির্বাচন করছে কমিশন। সদ্য ৫ রাজ্যের নির্বাচন হল। সেই সময়ই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেলে এই সমস্যা হত না। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, মানিকতলা কেন্দ্রেও সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন করেত হবে। অথচ এই নির্বাচনের সঙ্গে সেখানকার ভোটগ্রহণের দিন ঘোষণা হল না বলে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম, বাদ পড়লেন ‘পক্বকেশী’ বিমান-সূর্যরা

এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩৯৫৮৮ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩৩৪৪০০ জন, ছাত্রীর সংখ্যা ৪০৫১৮৮ জন। উপনির্বাচন ও ১ বৈশাখের জন্য ৫ থেকে ১৫ এপ্রিল কোনও পরীক্ষা হবে না। আবার ২৪ ও ২৫ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে না।
একনজরে উচ্চমাধ্যমিক পরীক্ষার নয়া সূচি:

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...