Friday, November 28, 2025

মমতার উন্নয়নেই “খামোশ” হবে বিরোধীরা, বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন শত্রুঘ্ন সিনহার

Date:

Share post:

আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর গতকাল, রবিবার নিজের কেন্দ্রে পা রেখেছেন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। অন্ডাল বিমানবন্দরে পা রেখেই বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ঘুরতে নয়, জিততে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর খেলায় তিনি জিতবেনই। এরপর আজ, সোমবার আসানসোলের পথে হুডখোলা গাড়িতে বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন পেশ করলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

সবুজ পাঞ্জাবি, চোখে রোদ চশমা, দু-আঙুল তুলে দেখালেন ‘ভিক্ট্রি সাইন’। ঢাকের তালে অনুরাগী-কর্মী-সমর্থকদের আবেগ ও ভালোবাসার জোয়ারে ভেসে আসানসোলের জিটি রোডের বিএনআর রোড সংলগ্ন রবীন্দ্র ভবন থেকে শুরু করে কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। গোটা মনোনয়ন পর্বে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল-দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ নেতৃবৃন্দ।

এদিন শত্রুঘ্ন সিনহা জানান, আগামিদিনে দেশের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে এই রাজ্যের হাত ধরেই। তৃণমূল নেত্রীর প্রতি রাজ্যের মানুষের যে সমর্থন,তা আসানসোল লোকসভা উপনির্বাচনেও বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করায় তিনি অত্যন্ত খুশি। তিনি কৃতজ্ঞ। উপনির্বাচনে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি। আগেও আসানসোলের এসেছেন। এখানকার মানুষের আবেগ-ভালোবাসা দেখে তিনি আপ্লুত। আজ থেকেই বিভিন্ন বিধানসভা অঞ্চলে তিনি প্রচার শুরু করবেন বলেও জানিয়েছেন।

এদিকে সোমবার মিছিল নিয়ে বেলা ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ আসানসোলে জেলা শাসকের দফতরে আসেন শত্রুঘ্ন সিনহা। প্রয়োজনীয় কিছু নথি না থাকার কারণে কিছুটা বিলম্ব মনোনয়নে। জানা যায়, শত্রুঘ্ন সিনহা যে এলাকার ভোটার, সেখানকার জেলাশাসকের ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। সেই নথি না থাকার জন্যই কিছুটা জটিলতা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সমস্ত নথি পেশ করেই শত্রুঘ্ন সিনহার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

অন্যদিকে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাঁকে বহিরাগত তকমা দিলেও তা পাত্তা দেননি শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই আসানসোলে বিরোধীদের “খামোশ” করবেন বলে দাবি করেলেন শত্রুঘ্ন।

আরও পড়ুন:Covid Vaccine: রাজ্যে ১২ ঊর্ধ্বদের টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...