বগটুইকাণ্ডে ধৃত আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছিল। রামপুরহাট আদালতের বিচারক সৌভিক দে এই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ দিন তার কেস ডায়েরি জমা নিয়েছে আদালত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বগটুইতে গিয়ে আনারুলকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। এরপর আনারুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তারাপীঠে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
