Monday, August 25, 2025

উত্তর মেসিডোনিয়াকে সমীহ করছে পর্তুগাল

Date:

Share post:

মঙ্গলবার রাতের ম্যাচটাই ঠিক করে দেবে, কাতার বিশ্বকাপ রোনাল্ডো-হীন হবে কি না! ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়েতে বিশ্বকাপের প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি পতুর্গাল। জিতলেই বিশ্বকাপের মুলপর্বে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু হারলে সব শেষ। কাগজে-কলমে পিছিয়ে থাকা উত্তর মেসিডোনিয়া কিন্তু ইতিমধ্যেই বড় চমক দিয়েছে ইউরোজয়ী ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে। রোনাল্ডোদেরও যে তারা কঠিন পরীক্ষার মুখে ফেলবে, সেটা আগাম আন্দাজ করাই যায়।

অন্যদিকে, আগের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পর্তুগিজ শিবিরকে। কোভিড মুক্ত হয়ে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজেও। তুরস্ক ম্যাচে গোল পাননি। তবে উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন জাতীয় দলের জার্সিতে ১১৫ গোল করে ফেলা পর্তুগিজ মহাতারকা।

তবে আত্মবিশ্বাস থাকলেও তুলনামূলক ভাবে দুর্ল প্রতিপক্ষ নিয়ে আত্মতুষ্টির ছিঁটেফোটাও নেই রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের মধ্যে। মিডফিল্ডার জোয়াও মৌতিনহো কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘মিথ্যা বলব না, আমরা ভেবেছিলাম ইতালির সঙ্গে এই ম্যাচটা খেলতে হবে। কিন্তু উত্তর মেসিডোনিয়া আমাদের চমকে দিল। তাই ওদের হাল্কা ভাবে নেওয়া প্রশ্নই ওঠে না।’’ ম্যাঞ্চেস্টার সিটি তারকা তথা পর্তুগিজ ফরোয়ার্ড বের্নাডো সিলভার মন্তব্য, ‘‘উত্তর মেসিডোনিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে। জার্মানি ও ইতালির মতো দলকে হারিয়েছে ওরা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

 

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...